এই অ্যাপ বদলে দেবে আপনার জীবনটাই!
স্মার্টফোনের যুগে অ্যাপের ছড়াছড়ি। গুগল প্লে স্টোরে রয়েছে হাজারো একটা অ্যাপ। দরকার অনুযায়ী পছন্দমতো একটা বেছে নিলেই হল। কিন্তু, জানেন কি? এমন অ্যাপও আছে, যা আপনার পুরো জীবনটাই বদলে দেবে!
![এই অ্যাপ বদলে দেবে আপনার জীবনটাই! এই অ্যাপ বদলে দেবে আপনার জীবনটাই!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/06/16/57969-las-aplicaciones-nominadas-a-los-google-play-awards-2016.jpg)
ওয়েব ডেস্ক : স্মার্টফোনের যুগে অ্যাপের ছড়াছড়ি। গুগল প্লে স্টোরে রয়েছে হাজারো একটা অ্যাপ। দরকার অনুযায়ী পছন্দমতো একটা বেছে নিলেই হল। কিন্তু, জানেন কি? এমন অ্যাপও আছে, যা আপনার পুরো জীবনটাই বদলে দেবে!
ফ্যাবুলাস
অ্যাপটির নাম ফ্যাবুলাস। বিজ্ঞানভিত্তিক একটি অ্যাপ। এই অ্যাপের সাহায্যে আপনি আপনার লাইফস্টাইল বদলে ফেলতে পারবেন। পাল্টে ফেলতে পারবেন আপনার সব বাজে অভ্যাস। আপনার এনার্জি শক্তি বাড়িয়ে তুলবে। ওজন কমবে। ঘুম ভালো হবে। আস্তে আস্তে আপনার মনের নেতিবাচক দিকটি সরিয়ে আপনাকে পজিটিভ করে তুলবে।
কেন আপনি ফ্যাবুলাস ব্যবহার করবেন?
ঘুম থেকে তাড়াতাড়ি ওঠার জন্য।
ডায়েট ঠিক রাখার জন্য।
দিনের মাঝখানে ক্লান্তি ও ফ্যাটিগ কাটানোর জন্য।
সকাল থেকে সারাদিনের একটা রুটিন নির্দিষ্ট করে নেওয়ার জন্য।
টানা ৫ ঘণ্টা এনার্জিতে ভরপুর থাকার জন্য।
ঘুমের সমস্যা কাটানোর জন্য।
সবদিকে মাথা না দিয়ে একটি নির্দিষ্ট জিনিসে মনঃসংযোগ করে থাকার জন্য।