দাম কমল Vivo V5 Plus-র
ওয়েব ডেস্ক: দাম কমে গেল Vivo V5 Plus –র। ৬ মাস আগে ভারতে লঞ্চ করেছিল ফোনটি। এরই মধ্যে দাম কমে গেল। এখন কত দামে পাওয়া যাচ্ছে জানেন?
৫ হাজার টাকা কমে গেল Vivo V5 Plus –র। ফোনটি যখন লঞ্চ করে তখন দাম ছিল ২৭ হাজার ৯৮০ টাকা। ৫ হাজার টাকা দাম কমে ফোনটি এখন পাওয়া যাচ্ছে ২২ হাজার ৯৯৯ টাকায়। নতুন দামে ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে ফোনটি।
কী কী ফিচার্স রয়েছে Vivo V5 Plus ফোনটিতে?
১) ৫.৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে।
২) ২০ মেগাপিক্সেল এবং ৮ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা রয়েছে। এর মাধ্যমে আপনি একদম মনের মতো সেলফি তুলতে পারবেন।
৩) ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
৪) 4GB RAM
৫) ৬২৫ অক্টাকোর প্রসেসর।
৬) ৬৪জিবি অনবোর্ড মেমোরি।