শাওমি ফোনে আগুন আতঙ্ক!
![শাওমি ফোনে আগুন আতঙ্ক! শাওমি ফোনে আগুন আতঙ্ক!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/08/16/90923-note-4.jpg)
ওয়েব ডেস্ক: চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা শাওমি রেডমি ফোরে আগুন আতঙ্ক। বেঙ্গালুরুর পর এবার অন্ধ্রপ্রদেশ। পকেটেই রাখা ছিল শাওমি রেডমি ফোর। বাইক চালাতে চালাতেই হঠাৎ 'বিস্ফোরণ'। বাইক আরোহী ভবন সূর্যকিরণ ২ চাকার যান থেকে সঙ্গে সঙ্গেই নেমে যান। প্যান্টের পকেটে হাত দিতেই দেখেন জ্বলছে শাওমি রেডমি ফোর। কোনওমতে জল দিয়ে আগুন নেভান। কিন্তু ততক্ষণে ভস্মীভূত হয়ে গিয়েছে ফোন, কিছুটা পুড়ছে তাঁর শরীরের নিন্মাংশও। এই ঘটনা সামনে আসতেই ছড়িয়েছে আতঙ্ক। শাওমি রেডমি ফোর ফোন ব্যবহারকারীদের মনে ঢুকেছে ভয়। আগুন আতঙ্ক আস্তে আস্তে গ্রাস করছে ভারতের চিনা মোবাইল বাজারকেও।
২০ দিন আগে ঠিক এমনই এক ঘটনা ঘটেছিল বেঙ্গালুরুর একটি মোবাইল স্টোরে। সেখানে শাওমি ফোনে হঠাৎ আগুন লেগে যাওয়ার ঘটনা ধরা পড়েছিল স্টোরের সিসিটিভিতে। উল্লেখ্য, গত বছরও উত্তরপ্রদেশের নয়ডাতেও শাওমি ফোনে আগুনের ঘটনা সামনে এসেছিল। তবে এই গোটা বিষয়ে শাওমি থেকে কোনও রকম সরকারি বিজ্ঞপ্তি এখনও আসেনি।