পুলিস খুনের অভিযোগ উঠল শ্রীলঙ্কার বৌদ্ধ সন্ন্যাসীর বিরুদ্ধে
পুলিসকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিস জানিয়েছে ওই বৌদ্ধ সন্ন্যাসীর নাম কনওয়ালেন ধামাসারা থেরা
নিজস্ব প্রতিবেদন: শ্রীলঙ্কায় এক পুলিসকে খুন করার অভিযোগ উঠল বৌদ্ধ সন্ন্যাসীর বিরুদ্ধে। পুলিসের তরফে জানানো হয়েছে, বৌদ্ধ সন্ন্যাসীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ ওঠায় গ্রেফতার করতে যান ওই পুলিস কর্মী। কিন্তু পুলিসের উপরই চড়াও হন ৩৭ বছর বয়সী ওই বৌদ্ধ সন্ন্যাসী। তাঁকে ছুরিকাঘাত করে খুন করার চেষ্টা করে বলে দাবি শ্রীলঙ্কা পুলিসের।
আরও পড়ুন- তন্দ্রাচ্ছন্ন করেই ফুটবলারদের বার করা হয় থাই গুহা থেকে
ওই পুলিসকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিস জানিয়েছে ওই বৌদ্ধ সন্ন্যাসীর নাম কনওয়ালেন ধামাসারা থেরা। শ্রীলঙ্কার দক্ষিণপূর্ব রত্নপুর এলাকার গালান্দা বৌদ্ধমন্দিরের সন্ন্যাসী কনওয়ালেন। সেখানে তিনি একাই থাকতেন বলে পুলিস সূত্রে জানা যায়।
আরও পড়ুন- বাবার মৃত্যুর খবর শুনেও উদ্ধারকাজ চালিয়ে গেলেন অজি চিকিত্সক
পুলিস জানিয়েছে, বৌদ্ধ সন্ন্যাসীর এমন আচারণ সাধারণত দেখা যায় না। তবে, ১৯৫৯ সালে শ্রীলঙ্কার প্রাক্তন প্রধানমন্ত্রী এসডব্লিউআরডি বন্দারানায়েকের হত্যায় এক বৌদ্ধ সন্ন্যাসীকে ফাঁসির সাজা দেওয়া হয়।
আরও পড়ুন- তেল না কিনলে মাসুল গুনতে হবে ভারতকে, হুঁশিয়ারি ইরানের