Shannen Jones: হাত নয়, পা দিয়ে তির ছুড়ে অবিশ্বাস্য বিশ্বরেকর্ড এই তরুণীর...

Guinness World Records Of Shannen Jones: তিরন্দাজি খুবই কঠিন একটি কাজ। প্রবল মনঃসংযোগ লাগে। আর মনঃসংযোগের সঙ্গে লাগে হ্যান্ড-আই কো-অর্ডিনেশন। স্বাভাবিক পসচারে দাঁড়িয়ে স্বাভাবিক ভঙ্গিতে অব্যর্থ তিরন্দাজি করাটাই খুব কঠিন একটা ব্যাপার। কিন্তু, হাতের বদলে পা দিয়ে তির ছোড়া?

Updated By: Jan 17, 2023, 06:08 PM IST
Shannen Jones: হাত নয়, পা দিয়ে তির ছুড়ে অবিশ্বাস্য বিশ্বরেকর্ড এই তরুণীর...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তিরন্দাজি খুবই কঠিন একটি কাজ। প্রবল মনঃসংযোগ লাগে। আর মনঃসংযোগের সঙ্গে লাগে হ্যান্ড-আই কো-অর্ডিনেশন। স্বাভাবিক পসচারে দাঁড়িয়ে স্বাভাবিক ভঙ্গিতে অব্যর্থ তিরন্দাজি করাটাই খুব কঠিন একটা ব্যাপার। কিন্তু, হাতের বদলে পা দিয়ে তির ছোড়া?

আরও পড়ুন: The Coldest City on Earth: এখানে তাপমাত্রা এখন মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াস! কী করে বেঁচে থাকবেন এলাকাবাসী...

হ্যাঁ, সেটাই ঘটিয়েছেন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের মহিলা শানেন জোনস। তিনি বিশ্বকে চমকে দিয়ে পায়ের আঙুল ব্যবহার করে তির ছুড়েছেন! তিনি গত বছরের অগাস্টে ১৮.২৭ মিটার দূরত্বে তির ছুড়ে এই কৃতিত্ব অর্জন করেছেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে উল্লেখ করা হয়েছে, 'ফার্দেস্ট অ্যারো শট ইউজিং ফিট'। অর্থাৎ, পা দিয়ে সব চেয়ে বেশি দূরত্বে তির ছুড়ে রেকর্ড। এর আগে যাঁর দখলে এই রেকর্ড ছিল, তিনি তির ছুড়ে অতিক্রম করেছিলেন ৬ মিটারের কম দূরত্ব!

আরও পড়ুন: Dawood Ibrahim Married again: ডন দাউদের দ্বিতীয় বিয়ে! পাত্রী কে? জানালেন গ্যাংস্টারের কাছের লোক

পা ব্যবহার করে লক্ষ্যভেদ কী সাংঘাতিক কঠিন কাজ! এই অর্জন তো অর্জুন বা কর্ণেরও ছিল না। ফলে তাঁকে আধুনিক সময়ের অর্জুন বা কর্ণও হয়তো বলা চলবে না! তাঁর এই কৃতিত্বের একটি ভিডিয়ো গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষই প্রকাশ করেছেন। তা দেখে সকলেই তাজ্জব!  

স্বয়ং শানেন জোনস কী বলছেন এ নিয়ে? 

তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি পোস্টে নিজেকে 'মোস্ট অ্যাকিউরেট ফুট আর্চার ইন দ্য ওয়ার্ল্ড' বলে উল্লেখ করেছেন।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.