California-য় বন্দুকবাজের হামলা, এক শিশু-সহ মৃত ৪
পুলিসের গুলিতে জখম হয় বন্দুকবাজ।
![California-য় বন্দুকবাজের হামলা, এক শিশু-সহ মৃত ৪ California-য় বন্দুকবাজের হামলা, এক শিশু-সহ মৃত ৪](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/04/01/314303-cal.jpg)
নিজস্ব প্রতিবেদন: ফের বন্দুকবাজের হামলা আমেরিকায়। আগেরবার ছিল কলোরাডোয়। এবার ক্যালিফোর্নিয়ায়।
বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ার (california) লস অ্যাঞ্জেলসের city of Orange এলাকায়। ঘটনায় এক শিশু-সহ চারজনই মারা গিয়েছেন। জখম আরও জনাসাতেক।
আরও পড়ুন: ভিডিও কল না কেটেই ছাত্রের পরিবারকে বর্ণবৈষম্যমূলক আক্রমণ শিক্ষিকার
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, আচমকাই একটি দোতলা বাড়ি থেকে গুলির (firing) শব্দ শোনা যায়। এক বন্দুকবাজ ওই বাড়িটিতে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। হামলায় ঘটনাস্থলেই আক্রান্ত হন অনেকে।
খবর পেয়ে আসে পুলিস। তারা প্রথমে বন্দুকবাজকে আত্মসমর্পণ করতে নির্দেশ দেয়। কিন্তু বন্দুকবাজ সেই নির্দেশ মানে না। ফলে গুলি চালায় পুলিস। পুলিসের গুলিতে জখম হয় বন্দুকবাজ। কয়েকজন পুলিসকর্মীও এই সংঘর্ষে জখম হয়েছে বলে খবর।
আরও পড়ুন: নিজের Cross পিঠে নিয়ে অমৃতের দিকে হেঁটে গেলেন এক দেবতার ছেলে