বেঁচে থাকা জঙ্গি সালাহ্-র ছবি প্রকাশ করল বেলজিয়াম

প্যারিস হামলার সঙ্গে জড়িত অন্যতম মাস্টার মাইন্ড আবদেস্লাম সালাহ্-র ছবি প্রকাশ করল বেলজিয়াম। যে কজন জঙ্গি এখনও জীবিত, তাদের মধ্যে সবথেকে ভয়ঙ্কর জঙ্গি সেই। বিশ্বজুড়েই গ্রেফতারির নির্দেশিকা জারি করা হয়েছে তার বিরুদ্ধে। সালাহ্-রা তিন ভাই-ই প্যারিসের এই নিষ্ঠুর হামলার সঙ্গে জড়িত।

Updated By: Nov 16, 2015, 08:27 AM IST
বেঁচে থাকা জঙ্গি সালাহ্-র ছবি প্রকাশ করল বেলজিয়াম

ওয়েব ডেস্ক: প্যারিস হামলার সঙ্গে জড়িত অন্যতম মাস্টার মাইন্ড আবদেস্লাম সালাহ্-র ছবি প্রকাশ করল বেলজিয়াম। যে কজন জঙ্গি এখনও জীবিত, তাদের মধ্যে সবথেকে ভয়ঙ্কর জঙ্গি সেই। বিশ্বজুড়েই গ্রেফতারির নির্দেশিকা জারি করা হয়েছে তার বিরুদ্ধে। সালাহ্-রা তিন ভাই-ই প্যারিসের এই নিষ্ঠুর হামলার সঙ্গে জড়িত।
আবদেস্লাম সালাহ্-র বয়স ২৬ বছর। ফরাসি আধিকারিকরা জানিয়েছেন, এই সালাহ্-অত্যন্ত ভয়ঙ্কর। তাই তাকে খুঁজে পেতে এখন হন্যে হয়ে খোঁজ শুরু হয়েছে। সালাহ্-র ভাই ইব্রাহিম ইতিমধ্যে মারা গিয়েছে বাতাক্লাঁ কনসার্ট হলে। তার আর এক ভাই মহম্মদও মারা গিয়েছে।
অনুমান করা হচ্ছে, মোট আটজন জঙ্গি এই হামলায় জড়িয়ে ছিল। এদের মধ্যে সাতজন বন্দুকবাজ আত্মঘাতী বেল্ট পরে ছিল। এবং তারা প্রত্যেকেই হামলার দিন মারা গিয়েছে। সালাহ্-ই সম্ভবত অষ্টম জঙ্গি।
আপাতত বেলজিয়াম এবং ফ্রান্স তো বটেই ইউরোপের অন্য দেশগুলোও হন্যে হয়ে খুঁজছে সালাহ্-কে।

 

.