ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ঢাকার মগবাজার, মৃত এখনও ৭, গুরুতর আহত ১০
এখনও চলছে উদ্ধারকার্য।
নিজস্ব প্রতিবেদন: বাংলাদেশের ঢাকার মগবাজার ওয়ারলেস গেট এলাকায় ভয়াবহ গ্যাস বিস্ফোরণ। বিস্ফোরণে এখনও পর্যন্ত সাত জনের মৃত্যু হয়েছে বলে খবর। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আরও ১০ জন।
জানা গিয়েছে, রবিবার সন্ধ্যেয় বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। হাসপাতালে নিয়ে গেলে আরও ৪ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণে দুটি বাসের যাত্রীরা আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিস, দমকল ও বিপর্যয় মোকাবিলা দল। তাঁরাই হত ও আহতদের উদ্ধার করে। ঘটনাস্থলে যান ঢাকা পুলিসের আধিকারিক শফিকুল ইসলাম। তিনি জানান, বিস্ফোরণ এখনও পর্যন্ত ৭টি বাড়ি ও তিনটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে।
এক প্রত্যক্ষদর্শী জানান, ঘটনাস্থলের কিছুটা দূরে দাঁড়িয়েছিলেন তিনি। হঠাৎ বিকট শব্দ শুনতে পান। তিনি যে বাড়ির নিচে দাঁড়িয়েছিলেন, তার একটি পলেস্তরা ভেঙে ইলেক্টিক ট্রান্সফর্মারের ওপর পড়ে। এরপরই ট্রান্সফর্মারে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। সেখান থেকেই যাত্রীবাহী বাসে আগুন লেগে যায়।
আরও পড়ুন: বাস স্টপে পড়ে ব্রিটেনের প্রতিরক্ষার জরুরি নথি
আরও পড়ুন: Josef Aschbacher: মহাকাশে কোনও প্রতিবন্ধকতা নেই, মহাকাশ সকলের