সিরিয়ায় ফের বিস্ফোরণ, নিহত ২৫

সিরিয়ায় প্রাণহানি অব্যাহত। শুক্রবার সেদেশের রাজধানী দামাসকাসের প্রাণকেন্দ্র মিদান এলাকায় আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। সম্প্রতি দামাসকাসের ওই এলাকায় প্রেসিডেন্ট বাসার আল-আসাদ বিরোধী আন্দোলন তীব্র হওয়ায়, বিস্ফোরণ কারা ঘটাল, তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

Updated By: Jan 6, 2012, 05:55 PM IST

সিরিয়ায় প্রাণহানি অব্যাহত। সেদেশের রাজধানী দামাসকাসের প্রাণকেন্দ্র মিদান এলাকায় আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। সম্প্রতি দামাসকাসের ওই এলাকায় প্রেসিডেন্ট বাসার আল-আসাদ বিরোধী আন্দোলন তীব্র হওয়ায়, বিস্ফোরণ কারা ঘটাল, তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ঘটনার জন্য সরকার ও বিদ্রোহীরা একে অপরকে দুষেছে। সপ্তাহ দুয়েক আগে সেদেশে এক বিস্ফোরণে ৪৪ জনের মৃত্যুর পর একই বিতর্ক দানা বেঁধেছিল। বিদেশি সাংবাদিকদের ঘটনাস্থলে যেতে না-দেওয়া হলেও, সিরিয়ার জাতীয় টেলিভিশনে বিস্ফোরণের ছবি দেখা গিয়েছে। শক্তিশালী বিস্ফোরণটিতে সাধারণ মানুষের পাশাপাশি নিরাপত্তারক্ষীদেরও মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সিরিয়ার সরকারি সংবাদসংস্থা সানা।

.