স্মার্টফোনে মাত্র ১৭ সেকেন্ডে ২৫টা শব্দ টাইপ! নিজের বিশ্বরেকর্ড ভাঙল ব্রাজিলের কিশোর
নিজের বিশ্বরেকর্ড নিজেই ভাঙল ব্রাজিলিয়ন কিশোর। স্মার্টফোনে মাত্র ১৭ সেকেন্ডে ২৫টি শব্দ টাইপ করে সবাইকে চমকে দিয়েছে ১৭ বছরের মার্সেল ফার্নান্ডেজ ফিলহো।
ওয়েব ডেস্ক: নিজের বিশ্বরেকর্ড নিজেই ভাঙল ব্রাজিলিয়ন কিশোর। স্মার্টফোনে মাত্র ১৭ সেকেন্ডে ২৫টি শব্দ টাইপ করে সবাইকে চমকে দিয়েছে ১৭ বছরের মার্সেল ফার্নান্ডেজ ফিলহো।
মে মাসে টাচস্ক্রিন ফোনে ১৮.১৯ সেকেন্ডে একটা গোটা প্যাসেজ টাইপ করে গিনেস বুকে নাম তুলেছিল মার্সেল।
''The razor-toothed piranhas of the genera Serrasalmus and Pygocentrus are the most ferocious freshwater fish in the world. In reality they seldom attack a human.'' এই গোটা প্যাসেজটা মাত্র ১৭ সেকেন্ডে টাইপ করে মে মাসে নিজের করা বিশ্বরেকর্ড ছাপিয়ে গেল সে।