সামনেই 'আসল পরীক্ষা'-- ডোনাল্ড ট্রাম্প; সঙ্কটজনক আগামী ৪৮ ঘণ্টা

ট্রাম্পের চিকিৎসক শন কনলি বলেন, এখনও বিপদ কেটে যায়নি।   

Updated By: Oct 4, 2020, 12:02 PM IST
সামনেই 'আসল পরীক্ষা'-- ডোনাল্ড ট্রাম্প; সঙ্কটজনক আগামী ৪৮ ঘণ্টা

নিজস্ব প্রতিবেদন:  কোভিড-১৯ আক্রান্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে খোদ তাঁর, তাঁর চিকিৎসক এবং হোয়াইট হাউস থেকে বিভিন্ন বক্তব্য পাওয়া যাচ্ছে। 

ডোনাল্ড ট্রাম্প নিজে বলছেন, তাঁর শারীরিক অবস্থা ভালো, তবে সামনের দিনগুলিতেই 'আসল পরীক্ষা'। টুইটারে পোস্ট করা একটি ভিডিও বার্তায় তিনি এসব বলেন।

এ দিকে ট্রাম্পের চিকিৎসক শন কনলি বলেন, এখনও বিপদ কেটে যায়নি। 

হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ মার্ক মিডোজ বলেন, এখনও সুস্থতার পথে এগোননি ট্রাম্প।

প্রসঙ্গত, ট্রাম্পের পরিস্থিতি সম্পর্কে আশাবাদী মেডিকেল টিম। ট্রাম্পের চিকিৎসা চলছে ওয়াশিংটন ডিসির কাছেই ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে।

ট্রাম্পের পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য জানা যাচ্ছে তাঁর চিকিৎসকের বয়ানেই। শনিবার সকালে ট্রাম্পের চিকিৎসক শন কনলি বলেন, গত ২৪ ঘণ্টায় ট্রাম্পের অক্সিজেন লাগেনি, তাঁর জ্বরও ছিল না। হোয়াইট হাউসের দেওয়া তথ্য অনুযায়ী ট্রাম্পকে আরও কিছু দিন হাসপাতালে থাকতে হবে। ড. কনলিও ট্রাম্প হাসপাতাল থেকে কবে ছাড়া পাবেন, তা নিয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি।

মার্ক মিডোজ জানান, ২৪ ঘণ্টায় ট্রাম্পের অবস্থা উদ্বেগজনক মনে হয়েছে এবং আগামী ৪৮ ঘণ্টা আরও সংকটপূর্ণ হতে পারে।

এ কথা ঠিক, ট্রাম্পের বয়স এখন ৭৪ এবং শারীরিক ভাবে স্থূলদের ক্যাটেগরিতে তিনি পড়েন। এসব অবস্থা কোভিড-১৯ এর জন্য ঝূঁকিপূর্ণ মনে করা হয়।

আরও পড়ুন: ভুলের মাশুল দিতে হচ্ছে ট্রাম্পকে, নিচু গলায় ভিডিও পোস্ট ট্রাম্পের

.