পেরুর বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ৪৮
মঙ্গলবার প্যান-আমেরিকা সড়কে হুয়াচো থেকে লিমাগামী একটি বাস দুর্ঘটনা কবলে পড়ে। একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। ঘটনাস্থলেই ২৫ জন যাত্রীর মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিস।
সংবাদ সংস্থা: পেরুর রাজধানী লিমায় বাস দুর্ঘটনায় মৃত বেড়ে দাঁড়াল ৪৮। পেরুর পুলিস সূত্রে খবর, দুর্ঘটনাস্থল থেকে ৩৬ জনের দেহ উদ্ধার করা গিয়েছে। বাসের মধ্যে আটকে ছিল আরও ১২ জন। দুর্ঘটনাগ্রস্ত বাস থেকে ৬ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে পুলিস। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন- বিয়ের ১৮ ঘণ্টা পরই ক্যান্সারে মৃত্যু নববধূর
মঙ্গলবার প্যান-আমেরিকা সড়কে হুয়াচো থেকে লিমাগামী একটি বাস দুর্ঘটনা কবলে পড়ে। একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। ঘটনাস্থলেই ২৫ জন যাত্রীর মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিস। ঘটনাস্থলে পুলিস এবং দমকল বাহিনী পৌঁছয়। ওই বাসে ৫৭ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন- গলছে বরফ! 'ইন্টার-কোরিয়া কমিউনিকেশন চ্যানেল' ফের খুলছেন কিম