ফিজির হাত ধরতে তৈরি ভারত, বার্তা প্রধানমন্ত্রীর

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশগুলির সঙ্গেও দ্বিপাক্ষিক সম্পর্কে উন্নতি চায় ভারত। ফিজি সফরে এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Updated By: Nov 19, 2014, 11:06 AM IST
ফিজির হাত ধরতে তৈরি ভারত, বার্তা প্রধানমন্ত্রীর

ওয়েব ডেস্ক: দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশগুলির সঙ্গেও দ্বিপাক্ষিক সম্পর্কে উন্নতি চায় ভারত। ফিজি সফরে এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় এই দ্বীপরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা ও বাণিজ্যক্ষেত্রে একাধিক চুক্তি সই হয়েছে। বিদ্যুত্‍ পরিকাঠামো তৈরি, গ্রামোন্নয়ন এবং চিনি শিল্পের উন্নতিতে ফিজিকে আটকোটি ডলার ঋণ দেওয়ার ঘোষণা রয়েছেন নরেন্দ্র মোদী। কথা হয়েছে ভিসা ব্যবস্থার সরলীকরণ নিয়েও।

 এছাড়া দক্ষিণ প্রশান্ত মহাসাগরের অন্যান্য দ্বীপরাষ্ট্রের প্রধানদের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। গত তেত্রিশ বছরে এটাই কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর ফিজি সফর। উনিশশো একাশি সালে সে দেশে শেষ গিয়েছিলেন তত্‍কালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। কূটনৈতিক আলোচনার পাশাপাশি, ফিজির সাধারণ মানুষের মধ্যেও প্রধানমন্ত্রী মোদীকে ঘিরে উন্মাদনা ছিল তুঙ্গে।

 

.