ইজরায়েল থেকে মুক্তি পেল প্যালেস্টাইনের 'সবথেকে ছোট্ট কয়েদি'
১২ বছর বয়সী কয়েদির মুক্তি। প্যালেস্টাইনের দিমা আল-ওয়ায়ি। ইজরায়েল সীমান্তে ছুরি হাতে পাওয়া গিয়েছিল দিমা আল-ওয়ায়িকে। এরপরই তাঁকে অভিযুক্ত করে সাড়ে চার বছর কারাদণ্ডের সাজা দিয়েছিল ইজরায়েল। ১২ বছরের দিমা আল-ওয়ায়িই ছিল সবচেয়ে ছোট্ট জেলবন্দি। তাঁকে এবার নিঃস্বার্থ মুক্তি দিল ইজরায়েল।
ওয়েব ডেস্ক: ১২ বছর বয়সী কয়েদির মুক্তি। প্যালেস্টাইনের দিমা আল-ওয়ায়ি। ইজরায়েল সীমান্তে ছুরি হাতে পাওয়া গিয়েছিল দিমা আল-ওয়ায়িকে। এরপরই তাঁকে অভিযুক্ত করে সাড়ে চার বছর কারাদণ্ডের সাজা দিয়েছিল ইজরায়েল। ১২ বছরের দিমা আল-ওয়ায়িই ছিল সবচেয়ে ছোট্ট জেলবন্দি। তাঁকে এবার নিঃস্বার্থ মুক্তি দিল ইজরায়েল।
উল্লেখ্য, সারা বিশ্বের কাছেই ইজরায়েল ও প্যালেস্টাইনের ঠাণ্ডা যুদ্ধের কথা অজানা নয়। কখনও ইজরায়েলের সীমান্ত থেকে ধেয়ে আসা আগ্নেয়াস্ত্র ক্ষত বিক্ষত করছে প্যালেস্টাইনের শরীর, কখনও সীমান্তে বুলেট হামলা। মায়ের গর্ভেই শিশু শুনতে পায় বোমার আওয়াজ, হঠাৎ হঠাৎ কেঁপে ওঠা আঁতুড় ঘর থেকে যে শিশুর জন্ম, সে ইজরায়েল মানেই বোঝে এক রক্তচক্ষুর মানুষকে। নানা কারণেই ইজরায়েলের সৈন্যের কাছে আটক হয়েছে প্যালেস্টাইনের অসংখ্য শিশু। প্যালেস্টাইনের সমস্ত বিদ্রোহতেই ইজরায়েলের দাঁত নখ বার করা অমানবিকতা ধেয়ে গেছে ছোট্ট ছোট্ট কুঁড়িগুলোর ওপর। এই রাজনৈতিক পরিস্থিতে দিমা আল-ওয়ায়ির মুক্তি একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছেন কূটনৈতিক মহল।