Karachi Mall Looted: খোলার আধঘণ্টার মধ্যেই লুট গোটা মল, সর্বস্বান্ত করাচির ব্যবসায়ী
Karachi Mall Looted: ওই ঘটনার পর ব্যবসায়ী মহলে আলোড়ন শুরু হয়েছে। তারা ভাবতে শুরু করেছেন করাচিতে বিনিয়োগ করা নিয়ে
![Karachi Mall Looted: খোলার আধঘণ্টার মধ্যেই লুট গোটা মল, সর্বস্বান্ত করাচির ব্যবসায়ী Karachi Mall Looted: খোলার আধঘণ্টার মধ্যেই লুট গোটা মল, সর্বস্বান্ত করাচির ব্যবসায়ী](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/09/02/490057-7.png)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মল খোলার পরই তোলপাড়। স্রেফ লুট হয়ে গেল নতুন একটি মল। করাচির কাণ্ড। করাচির ড্রিম মল খোলা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ফলাও করে প্রচার করা হয়েছিল। বলা হয়েছিল বিশেষ ডিসকাউন্ট দেওয়া হবে। তাতেই বিপুল মানুষ জড়ো হয়ে যায় ওই মলে। তার পরেই হয়ে গেল লুটপাঠ।
আরও পড়ুন-'CP হয় আসুন নইলে ইস্তফা দিন', ডাক্তারদের অবরোধে স্তব্ধ কলকাতা!
পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমে দেখানো হয়েছে সেই লুটপাঠের ছবি। মলটি খোলার পরপরই শয়ে শয়ে মানুন জড়ো হয়ে যান মলে। নিরাপত্তারক্ষীদের ধাক্কা মেরে তারা ঢুকে পড়েন মলে। শুরু হয়ে যায় ভাঙচুর। ঘণ্টাখানেকের মধ্যেই মলটি তছনছ করে ফেলে জনতা। সব মালপত্র তুলে নিয়ে চলে যায় জনতা।
ওই বিশৃঙ্খল পরিস্থিতি ও লুটপাঠ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের সৃষ্টি হয়েছে নেট নাগরিকদের মধ্যেই। অনেকেই ওই ঘটনার চমকে উঠেছেন। অনেকেই মানুষের মানসিকতার কথা তুলেছেন। মানুষ এরকম কীভাবে করতে পারে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
ওই ঘটনার পর ব্যবসায়ী মহলে আলোড়ন শুরু হয়েছে। তারা ভাবতে শুরু করেছেন করাচিতে বিনিয়োগ করা নিয়ে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)