কাঠমান্ডুর বিমানবন্দরে ওড়ার মুহূর্তে পিছলে গেল বিমান
বিমানটি ওড়ার সময় রানওয়ে থেকে পিছলে একশো ফুট দূরে গিয়ে থামে। ঘটনায় কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। তবে, দুর্ঘটনা কারণ এখনও পর্যন্ত জানা যায়নি
![কাঠমান্ডুর বিমানবন্দরে ওড়ার মুহূর্তে পিছলে গেল বিমান কাঠমান্ডুর বিমানবন্দরে ওড়ার মুহূর্তে পিছলে গেল বিমান](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/04/20/117976-malayasiakathmandu.jpg)
নিজস্ব প্রতিবেদন: কাঠমান্ডু বিমানবন্দরের রানওয়ে থেকে পিছলে গেল মালয়েশিয়ার মালিন্দো এয়ারলাইনসের বিমান। কোয়ালালামপুরগামী বিমানটি ওড়ার সময় রানওয়ে থেকে পিছলে যায় বলে জানা গিয়েছে। এর জেরে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল তত্ক্ষণাত্ বন্ধ করে দেওয়া হয়।
আরও পড়ুন- মালালার নামে রাউলপিন্ডির একটি গ্রামের নামকরণ করল পাকিস্তান
কাঠমান্ডুর সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বিমানটি ওড়ার সময় রানওয়ে থেকে পিছলে একশো ফুট দূরে গিয়ে থামে। ঘটনায় কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। তবে, দুর্ঘটনা কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। সূত্রে খবর এই ঘটনার তদন্তে নেমেছে মালিন্দো এয়ারলাইনসের একটি বিশেষ দল।
আরও পড়ুন- আবাসনের মধ্যে দিয়েই চলছে ট্রেন! দেখুন ভাইরাল ভিডিও
এই ঘটনায় যাত্রীদের অসুবিধার জন্য এক বিবৃতি দিয়ে ক্ষমা চেয়ে নেয় তারা।
আরও পড়ুন- ভারতের ‘সার্জিক্যাল স্ট্রাইক’ মিথ্যে বলে দাবি ইসলামাবাদের