সুপার জুম অণুবীক্ষণ যন্ত্র আবিস্কারে রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
পদার্থবিদ্যার পর রসায়নেও তিন বিজ্ঞানী নোবেল পুরস্কার পেলেন। বুধবার, দুই মার্কিন ও এক জার্মান বিজ্ঞানীর অনবদ্য আবিস্কার সুপার জুম মাইক্রোস্কোপের জন্য নোবেল পুরস্কারে ঘোষিত করা হয়।
ওয়েব ডেস্ক: পদার্থবিদ্যার পর রসায়নেও তিন বিজ্ঞানী নোবেল পুরস্কার পেলেন। বুধবার, দুই মার্কিন ও এক জার্মান বিজ্ঞানীর অনবদ্য আবিস্কার সুপার জুম মাইক্রোস্কোপের জন্য নোবেল পুরস্কারে ঘোষিত করা হয়।
মার্কিন দুই বিজ্ঞানী এরিক বেটজিগ, উইলিয়াম মোয়েরনার ও জার্মান বিজ্ঞানী স্টিফ্যান হেল স্বাধীনভাবে গবেষণা করেন। অপটিক্যাল মাইক্রোস্কোপের সীমিত পরিধি পেরিয়ে আরও সুপার জুম করতে সক্ষম তাঁদের আবিস্কৃত অণুবীক্ষণ যন্ত্র।
দ্য রয়াল সুইডিস অ্যাকাডেমি অফ সায়েন্স থেকে জানানো হয়, ১৯৯০তে পার্কিনসন, আলজেইমার ও হান্টিংটনের মতো জটিল রোগের মলিকিউল নিয়ে গবেষণায় আত্মপ্রকাশ হয় তাঁদের। তিনজনকে যুগ্মভাবে ১.১ মিলিয়ন ডলার পুরস্কৃত করে নোবেল কতৃপক্ষ।