দীর্ঘস্থায়ী যুদ্ধ নয়, সিরিয়ায় সেনা অভিযান চান ওবামা

সিরিয়ায় ইরাক বা আফগানিস্থানের মতো দীর্ঘস্থায়ী যুদ্ধে যেতে রাজি নয় আমেরিকা। তার বদলে সিরিয়ায় নির্দিষ্ট এবং নিয়ন্ত্রিত সেনা অভিযান চালানোর কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

Updated By: Aug 31, 2013, 06:30 PM IST

সিরিয়ায় ইরাক বা আফগানিস্থানের মতো দীর্ঘস্থায়ী যুদ্ধে যেতে রাজি নয় আমেরিকা। তার বদলে সিরিয়ায় নির্দিষ্ট এবং নিয়ন্ত্রিত সেনা অভিযান চালানোর কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
জানিয়ে দিলেন, সামরিক অভিযান হলেও, সিরিয়ার মাটিতে পা রাখবে না মার্কিন সেনা। এর আগেই অবশ্য দামাস্কাসের কাছে রাসায়নিক অস্ত্র হামলায় সরাসরি বাশার আল আসাদের প্রশাসনকে কাঠগড়ায় তোলে বারাক ওবামা প্রশাসন। ইতিমধ্যেই রাসায়নিক হামলার নমুনা সংগ্রহ করে ফিরে এসেছে রাষ্ট্রসংঘের পর্যবেক্ষক দল।
সেনা অভিযানের কথা বললেও, এখনও তা নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এনিয়ে ঐকমত্যে পৌঁছতে মার্কিন কংগ্রেসে এখনও আলোচনা চলছে বলে জানান তিনি। সম্মতির জন্য কথা বলা হচ্ছে সহযোগী দলগুলির সঙ্গেও। তবে প্রয়োজনে আমেরিকা একাই সিরিয়া অভিযানে যেতে পারে বলে গতকালই ইঙ্গিত দেন মার্কিন বিদেশ সচিব জন কেরি।
সিরিয়ায় মার্কিন সেনা অভিযানের বিরোধিতা করে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে আপত্তি জানিয়েছে রাশিয়া। কিন্তু সেনা অভিযানের ক্ষেত্রে আমেরিকা যে নিরাপত্তা পরিষদের অনুমোদনের অপেক্ষায় বসে থাকবে না সেকথাও স্পষ্ট করে দিয়েছে ওয়াশিংটন।

.