ইরানের পরমাণু চুক্তির একমাত্র বিকল্প ছিল যুদ্ধ, বিস্ফোরক ওবামা
ইরানের পরমাণু চুক্তি নিয়ে সমালোচনার জবাব দিতে বিস্ফোরক ওবামা। চুক্তির একমাত্র বিকল্প ছিল যুদ্ধ। বললেন মার্কিন প্রেসিডেন্ট। বিরোধী রিপাবলিকানদের কাঠগড়ায় তুলে তাঁর মন্তব্য, কিছু যুদ্ধবাজই চুক্তির বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে।
ওয়েব ডেস্ক: ইরানের পরমাণু চুক্তি নিয়ে সমালোচনার জবাব দিতে বিস্ফোরক ওবামা। চুক্তির একমাত্র বিকল্প ছিল যুদ্ধ। বললেন মার্কিন প্রেসিডেন্ট। বিরোধী রিপাবলিকানদের কাঠগড়ায় তুলে তাঁর মন্তব্য, কিছু যুদ্ধবাজই চুক্তির বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে।
পরমাণু চুক্তি অনুযায়ী চুক্তি অনুযায়ী ইরান আগামী ১০ বছর তাদের পারমানবিক কর্মকাণ্ড সংযত করব। বদলে এই ওয়েস্ট আস্তে আস্তে ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা গুলি আসতে আসতে প্রত্যাহার করবে।
প্রাথমিকভাবে ইরানের দাবি ছিল সব নিষেধাজ্ঞা যেন এক সঙ্গে তুলে নেওয়া হয়।
রাষ্ট্রসংঘের পর্যবেক্ষক দলকে সেনাবাহিনীর স্থাপনাগুলাতে পর্যবেক্ষণের অনুমতি দেয়। কিন্তু ইরান প্রবেশের ব্যাপারে যেকোন অনুরোধের চ্যালেঞ্জ করতে পারবে।
এই সঙ্কট নিরসনের জন্যে দুটো পক্ষের মধ্যে এক যুগেরও বেশি সময় ধরে আলোচনা চলে। ইউরোপের দেশসহ বিভিন্ন দেশ মনে করছে ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে।
কিন্তু শুরু থেকেই এই ধারণা প্রত্যাখ্যান করে ইরান বলছে, শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্যেই তাদের এই কর্মসূচি।
আমেরিকা, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন, জার্মানি এবং ইরানের মধ্যে পরমাণু আলোচনা চলছিল দীর্ঘদিন ধরে।