মাতাল ড্রাইভারের গাড়ি উড়ে পড়ল কাঠের ছাদের ওপর
ঘরে বসে টিভি দেখছিলেন ৮৩ বছরের বৃদ্ধা জয়সে কিংসলে। হঠাত্ ভীষণ জোরে একটা আওয়াজ। আওয়াজটা উপর থেকে হল না। বৃদ্ধা বাইরে ছুটে গেলেন। কিন্তু কিচ্ছু দেখতে পেলেন না। ঘরে ফিরে বুঝতে পারলেন গণ্ডগোলটা ছাদে কোথাও হয়েছে। এরপর বৃদ্ধা যা দেখলেন তা নিজের চোখে দেখার পরেও বিশ্বাস করতে পারলেন না। ও মা, দেখেন একটা আস্ত গাড়ি তার কাঠের ঝাদের ওপর ঝুলছে। গাড়িটা থেকে আওয়াজ পর্যন্ত আসছে।
![মাতাল ড্রাইভারের গাড়ি উড়ে পড়ল কাঠের ছাদের ওপর মাতাল ড্রাইভারের গাড়ি উড়ে পড়ল কাঠের ছাদের ওপর](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/10/29/44180-gari.jpg)
ওয়েব ডেস্ক: ঘরে বসে টিভি দেখছিলেন ৮৩ বছরের বৃদ্ধা জয়সে কিংসলে। হঠাত্ ভীষণ জোরে একটা আওয়াজ। আওয়াজটা উপর থেকে হল না। বৃদ্ধা বাইরে ছুটে গেলেন। কিন্তু কিচ্ছু দেখতে পেলেন না। ঘরে ফিরে বুঝতে পারলেন গণ্ডগোলটা ছাদে কোথাও হয়েছে। এরপর বৃদ্ধা যা দেখলেন তা নিজের চোখে দেখার পরেও বিশ্বাস করতে পারলেন না। ও মা, দেখেন একটা আস্ত গাড়ি তার কাঠের ছাদের ওপর ঝুলছে। গাড়িটা থেকে আওয়াজ পর্যন্ত আসছে।
পরে জানা গেল সামনের রাস্তায় ট্রাফিক এড়াতে গাড়িতে জোর করে স্টার্ট দেন এক মদ্যপ চালক। গাড়ি উড়ে এসে পড়ে ছাদের ওপর...বুঝুন কাণ্ড...