ভারতের হাতেই নিগৃহীত হয়েছে আমার পরিবার, পাক ভিডিওয় দাবি কুলভূষণের
গত ডিসেম্বরে ইসলামাবাদে কুলভূষণের সঙ্গে সাক্ষাত্ করেছেন তাঁর মা এবং স্ত্রী। পাকিস্তানের মাটিতে পা দেওয়া থেকেই একের পর এক বিতর্ক শুরু হয়। ভারতের বিদেশমন্ত্রকের কাছে কুলভূষণের পরিবার দাবি করেছে, তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেছে পাকিস্তান।
নিজস্ব প্রতিবেদন: কুলভূষণ যাধবের আরও একটি ভিডিও প্রকাশ করল পাকিস্তান। ভারতকে চাপে রাখতে এই ভিডিওতে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য শোনা গিয়েছে নৌসেনার প্রাক্তন কর্মী কুলভূষণকে। পাক বিদেশ মন্ত্রক থেকে প্রকাশ করা এই ভিডিও-তে কুলভূষণ যাধব দাবি করেছেন, তিনি সুস্থ আছেন। যাধবের কথায়, "আমাকে সুস্থ অবস্থায় দেখে খুশি আমার মা।" তবে, ভিডিও-তে দাবি করা হয়েছে, কুলভূষণের মা এবং স্ত্রী সাক্ষাতের সময় ভীষণ ভীত ছিলেন। ভারতের রাষ্ট্রদূত তাঁদের উপর চাপ সৃষ্টি করেছেন বলে ভিডিও-তে দাবি কুলভূষণের। ইতিমধ্যে এই ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে ভারত।
আরও পড়ুন- অন্ধের মতো বিশ্বাস করা উচিত নয় মার্কিন যুক্তরাষ্ট্রকে: পাকিস্তান
গত ডিসেম্বরে ইসলামাবাদে কুলভূষণের সঙ্গে সাক্ষাত্ করেছেন তাঁর মা এবং স্ত্রী। পাকিস্তানের মাটিতে পা দেওয়া থেকেই একের পর এক বিতর্ক শুরু হয়। ভারতের বিদেশমন্ত্রকের কাছে কুলভূষণের পরিবার দাবি করেছে, তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেছে পাকিস্তান। ২২ মাস পর কুলভূষণকে কাছে পেয়েও ছুঁতে পর্যন্ত দেয়নি পাকিস্তান। এমনকী সাক্ষাতের সময় স্ত্রী এবং মায়ের টিপ, হাতের চুড়ি, মঙ্গল সূত্র, জুতো খুলে রাখে পাক প্রশাসন। এ বিষয়ে চরম বিতর্ক তৈরি হলেও সমস্ত অভিযোগ খারিজ করে দেয় পাক বিদেশ মন্ত্রক। সে সময় কুলভূষণের আরও একটি ভিডিও প্রকাশ করে পাকিস্তান। সেই ভিডিওতে দাবি করা হয়, কুলভূষণই পরিবারের সঙ্গে সাক্ষাত্ করতে চেয়ে আর্জি জানিয়েছিলেন পাকিস্তানের কাছে। মানবতার খাতিরে সেই অনুমতি মঞ্জুর করা হয় বলে জানায় পাক সরকার।
আরও পড়ুন- গলছে বরফ! 'ইন্টার-কোরিয়া কমিউনিকেশন চ্যানেল' ফের খুলছেন কিম
কুলভূষণ সাক্ষাতকে ঘিরে তৈরি হওয়া বিতর্ককে হাতিয়ার করে পাকিস্তানকে জর্জরিত করতে চেয়েছে ভারত। তবে, এদিনের নতুন ভিডিও প্রকাশ করে পাকিস্তানও চাইছে ভারতকে পাল্টা চাপে রাখতে। এমনটাই মত কূটনীতি বিশেষজ্ঞদের। ইসলামাবাদ সফরে বিমানে কুলভূষণের পরিবারকে নিগ্রহ করছে ভারতের প্রতিনিধিরা, কুলভূষণের এমন 'অবিশ্বাস্য' মন্তব্যেই পাকিস্তানের চাপের কূটনীতিকে বেআব্রু করছে বলে মনে করছেন তাঁরা।