পেলসিলভানিয়া তুষারপাত

আগাম সতর্কতা দিয়েছিল আবহাওয়া দফতর। কিন্তু, সেটা যে অক্ষরে অক্ষরে মিলে যাবে, তা ভাবতেও পারেননি পেলসিলভানিয়ার বাসিন্দারা। শনিবার সকালটা শুরুই হয়েছে তুষারপাত দিয়ে। রাস্তা ঢেকে গিয়েছে বরফের চাদরে।

Updated By: Oct 29, 2011, 11:30 PM IST

আগাম সতর্কতা দিয়েছিল আবহাওয়া দফতর। কিন্তু, সেটা যে অক্ষরে অক্ষরে মিলে যাবে, তা ভাবতেও পারেননি পেলসিলভানিয়ার বাসিন্দারা। শনিবার সকালটা শুরুই হয়েছে তুষারপাত দিয়ে। রাস্তা ঢেকে গিয়েছে বরফের চাদরে। স্বভাবতই অসময়ে প্রকৃতির এই রুদ্ররূপে পথঘাট কার্যত জনশূন্য হয়ে পড়েছে। পরিস্থিতিতে আরও শোচনীয় হওয়ার আগামবার্তাটা দিয়ে রেখেছেন কানেক্টিকাটের গভর্নর। যে কোনও সময় চলে যেতে পারে বিদ্যুত। উনিশশো উনআশি সালের অক্টোবরে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ডকে ঢেকে দিয়েছিল সাড়ে সাত ইঞ্চি বরফের চাদর। এবছরের অক্টোবরে পেনসিলভনিয়ায় সেই রেকর্ড ভেঙে যেতে পারে বলে আশঙ্কা আবহাওয়া দফতরের।

.