ট্রেন আসার ঠিক আগে লাইনে পড়ে গেল শিশু, ট্র্যাকে ঝাঁপিয়ে পড়ে বাঁচাল মা-CCTV FOOTAGE

Updated By: Aug 12, 2014, 06:50 PM IST

 

 

ওয়েব ডেস্ক: একেই বলে মায়ের ভালবাসা। একেই বলে ভাগ্য। ইংল্যান্ডের টিউব রেলের লাইনে অভিভাবকের গাফলতিতে এক শিশু পড়ে যাওয়ার পর, তার মা যেভাবে বাঁচাল সেই ভিডিও দেখলে গা শিউরে উঠবে।

গডেজ স্ট্রিট টিউব স্টেশনে সিঁড়িতে নেমে প্যারাম্বুলেটার (শিশুদের বহন করবার গাড়ি) চাপিয়ে এক শিশুকে নিয়ে আসছিলেন এক ব্যক্তি। ট্রেনের লাইন থেকে কিছুটা দূরে সিঁডি়র তলায় শিশুটিকে প্যারাম্বুলেটর রেখে অন্য জায়গায় চলে যান সেই ব্যক্তি। এদিকে, সেই সময় প্ল্যাটফর্ম দিয়ে একটি ট্রেন চলে যায়।

চলে যাওয়া সেই ট্রেনের হাওয়ায় শিশুটি শুয়ে থাকা অবস্থায় প্যারাম্বুলেটরটি নিজে থেকেই এগিয়ে যেতে থাকে। ইজি চাকার সাহায্যে প্যারাম্বুলেটরটি এগিয়ে চলতে থাকে রেল লাইনের দিকে। প্রায় ফাঁকা স্টেশনে একমাত্র ব্যক্তি তখন কানে হেডফোন লাগানো অবস্থায়। এদিকে,প্যারাম্বুলেটরটি আস্তে আস্তে প্ল্যাটফর্মের একেবারে ধারে এসে উঁচু প্ল্যাটফর্ম থেকে একেবারে লাইনের মধ্যে পড়ে যায়।

প্ল্যাটফর্মে ট্রেন আসার সময় হয়ে আসে। লাইনের মধ্যে প্যারাম্বুলেটরে শুয়ে থাকা শিশুকে পড়ে যেতে দেখে মা একেবারে ছুটে আসে। লাইনে ইলেকট্রিক আছে জেনেও নিজের শিশুকে বাঁচাতে কোনও কথা না ভেবে ঝাঁপ দেয় মা। ঝাঁপ দেওয়ার পর ভাগ্যক্রমে শিশুকে বাঁচিয়ে নেয় মা। তার সামান্য পরেই ট্রেন এসে ঢোকে স্টেশনে। সামান্য সময়ের এদিক ওদিক হলে কত বড় ট্র্যাজিক দুর্ঘটনা ঘটে যেত তা ভাবলেও গা শিউরে ওঠে, পুরো ঘটনা ধরা পড়েছে সিসিটিভিতে (ভিডিওতে দেওয়া হল)।

.