সংঘাতের পথে ইরান-মার্কিন যুক্তরাষ্ট্র
মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে হত্যার ষড়যন্ত্র ফাঁস করেছেন মার্কিন গোয়েন্দারা। এই ঘটনায় ইরানি-মার্কিন নাগরিক মনসুর আরবাবসিয়ারকে সেপ্টেম্বরে গ্রেফতার করা হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে হত্যার ষড়যন্ত্র ফাঁস করেছেন মার্কিন গোয়েন্দারা। এই ঘটনায় ইরানি-মার্কিন নাগরিক মনসুর আরবাবসিয়ারকে সেপ্টেম্বরে গ্রেফতার করা হয়। তাকে নিউইর্য়কের আদালতে পেশ করা হয়েছে। অন্য অভিযুক্ত গুলাম শাকুরি ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী কুদস ফোর্সের সদস্য। মার্কিন অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার জানিয়েছেন, জেরায় ষড়যন্ত্রের কথা স্বীকার করেছে আরবাবসিয়ার। হোল্ডারের দাবি, প্রথমে ওয়াশিংটনের সৌদি দূতাবাসে হামলার ছক করা হলেও, পরে রাষ্ট্রদূতকে খুনের ছক করা হয়। মার্কিন গোয়েন্দাদের অভিযোগ ওয়াশিংটনে ইজরায়েলের দূতাবাসেও নাশকতার ছক করা হয়েছিল। তেহরাণ এই অভিযোগ মিথ্যা প্রচার বলে খারিজ করে দিয়েছে। তবে এই ষড়যন্ত্রের প্রমাণ মিললে আমেরিকার পাশাপাশি সৌদি আরবের সঙ্গে ইরানের সম্পর্কেও জটিলতা বাড়বে।