আজ স্তন ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ের দিন, ঠাকুর দেখুন, সঙ্গে সবাইকে সচেতন করুন তিনটি তথ্য দিয়ে

আজ ১৯ অক্টোবর। শুধুই মহাষষ্ঠীর আনন্দ উপভোগের নয়। আজ ১৯ অক্টোবর। শপথের দিন। লড়াইয়ের দিন। বিশ্বজোড়া লড়াই স্তন ক্যানসারের বিরুদ্ধে।

Updated By: Oct 19, 2015, 05:11 PM IST
আজ স্তন ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ের দিন, ঠাকুর দেখুন, সঙ্গে সবাইকে সচেতন করুন তিনটি তথ্য দিয়ে

ওয়েব ডেস্ক: আজ ১৯ অক্টোবর। শুধুই মহাষষ্ঠীর আনন্দ উপভোগের নয়। আজ ১৯ অক্টোবর। শপথের দিন। লড়াইয়ের দিন। বিশ্বজোড়া লড়াই স্তন ক্যানসারের বিরুদ্ধে।

৪৫ থেকে ৫৫ বছর বয়সি নারীদের মধ্যে এই রোগ ভয়ঙ্কর প্রকোপ বৃদ্ধি করছে প্রতিবছর।ফুসফুসের ক্যানসারের পর সব থেকে বেশি নারী ভূগছে এবং পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে শুধুমাত্র স্তন ক্যানসারের বিরুদ্ধে যুঝতে না পেরেই।

তাই ১৯ অক্টোবরটা বেছে নেওয়া হয়েছে, স্তন ক্যানসারের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে।

স্তন ক্যানসার সম্পর্কে তিনটি তথ্য –

১) মূলত ৪৫ থেকে ৬০ বছর বয়সিদের মধ্যে এই রোগের প্রকোপ বেশি।

২) ‘’ব্রেস্ট ক্যানসার’’ পুরুষদেরও হতে পারে।

৩) পরিবারে আগে কারও এই রোগ থাকলে, খুবই সতর্ক থাকুন। ডাক্তারের সঙ্গে পরামর্শ করেই সিদ্ধান্ত নিন।

ব্যাস, পুজোর দিন পরিবারের সবাইকে নিয়ে খুব আনন্দ করুন। কিন্তু পারলে নিজের পরিবার এবং চেনাজানা মানুষকে স্তন ক্যানসার সম্পর্কে সচেতন করে তুলুন। তাহলে পুজোর দিনগুলোর মত সব দিনই আপনার জন্যে হয়ে উঠতে পারে আনন্দের।

আজ স্তন ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ের দিন, ঠাকুর দেখুন, সঙ্গে সবাইকে সচেতন করুন তিনটি তথ্য দিয়ে।

.