শঙ্করপুর কোলিয়ারিতে বোমাবাজির ঘটনায় গ্রেফতার ১৮
অন্ডালের শঙ্করপুর কোলিয়ারিতে বোমাবাজির ঘটনায় ১৮ জনকে গ্রেফতার করল পুলিস। আজ তাদের দুর্গাপুর আদালতে তোলা হয়েছে। এলাকা থেকে ১২টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিস। উদ্ধার হয়েছে ৩টি দেশি পিস্তল ও বারো রাউন্ড কার্তুজ। কয়লা উত্তোলনের বরাত পাওয়া নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াইয়ে গতকাল উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। ব্যাপক বোমাবাজি ও মারপিটের পর পুলিস লাঠি চালালে এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়।
পুলিস সূত্রে খবর, শঙ্করপুর কোলিয়ারিতে ১৪৫০ টন কয়লা পরিবহণের বরাত পেয়েছিলেন তৃণমূল নেতা ধনেশ্বর তিওয়ারি, সঙ্গে তাঁর ৪ ব্যবসায়ী বন্ধুও ছিলেন৷ সোমবার সকালে তাঁরা খনিতে কয়লা তুলতে এলে ৷ বিরোধী গোষ্ঠী নরেন চক্রবর্তীর দলবল ধনশ্বরদের ট্রাকের খালাসি ও চালকদের লক্ষ্য করে আচমকা বোমা ছুঁড়তে থাকে৷ বেশ কয়েক রাউন্ড গুলিও চলে৷ দু’পক্ষ থেকেই প্রায় ঘণ্টাখানেক বোমাবাজি চলে৷
ধনেশ্বর তিওয়ারি জানিয়েছেন, বিরোধীরা কাজ বন্ধ করার হুমকি দিয়ে ৫ লক্ষ টাকা তোলা দেওয়ার দাবি জানিয়েছিল৷ দাবিমতো টাকা না মেলায় মাল তুলতে দেয়নি তারা৷