বনধে থমথমে জলপাইগুড়ি, ধর্মঘট মোকাবিলাতে বাঁকুড়ার শহর জুড়ে মোতায়েন হয়েছে RAF

সাধারণ ধর্মঘটের সকালে জলপাইগুড়ি শহরে রাস্তায় যানবাহন অনেকটাই কম। রাস্তায় কেবল সরকারি বাস। সকাল থেকে বেসরকারি বাস রাস্তায় বেরয়নি। খোলেনি দোকানপাট, বাজার। ধর্মঘটের সমর্থনে শহরের বিভিন্ন জায়গায় একাধিক মিছিল বেরিয়েছে। বেসরকারি পুরোপুরি বন্ধ বাঁকুড়া শহরেও।

Updated By: Sep 2, 2015, 08:59 AM IST
বনধে থমথমে জলপাইগুড়ি, ধর্মঘট মোকাবিলাতে বাঁকুড়ার শহর জুড়ে মোতায়েন হয়েছে RAF

ওয়েব ডেস্ক: সাধারণ ধর্মঘটের সকালে জলপাইগুড়ি শহরে রাস্তায় যানবাহন অনেকটাই কম। রাস্তায় কেবল সরকারি বাস। সকাল থেকে বেসরকারি বাস রাস্তায় বেরয়নি। খোলেনি দোকানপাট, বাজার। ধর্মঘটের সমর্থনে শহরের বিভিন্ন জায়গায় একাধিক মিছিল বেরিয়েছে। বেসরকারি পুরোপুরি বন্ধ বাঁকুড়া শহরেও।

তবে সেখানে সরকারি বাস ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকে বাঁকুড়ার বিভিন্ন জায়গায় ধর্মঘটীরা ভিড় জমিয়েছেন। পাল্টা পথে নেমেছে ধর্মঘট বিরোধীরাও। বাঁকুড়ার বিভিন্ন জায়গায় ধর্মঘটের বিরুদ্ধে মিছিল করেছেন তাঁরা। অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে বাঁকুড়া শহর জুড়ে প্রচুর পুলিস মোতায়েন করা হয়েছে। নেমেছে RAF-ও। সরকারি বাস চলছে মুর্শিদাবাদ জেলাতেও। তবে সেখানেও রাস্তায় নেই কোনও বেসরকারি যানবাহন। রাস্তায় সরকারি বাস নামলেও যাত্রীর সংখ্যা কম। ভগবানগোলায় ধর্মঘটীরা কিছুক্ষণের জন্য লালগোলা প্যাসেঞ্জার আটকে দেয়। ফলে রেল পরিষেবা স্বাভাবিক থাকলেও  ট্রেন দেরিতে চলছে।

.