ক্যানিংয়ে গুলি করে খুন করা হল এক ব্যবসায়ীকে
ক্যানিংয়ে গুলি করে খুন করা হল এক ব্যবসায়ীকে। নিহতের ব্যক্তির নাম সহদেব মণ্ডল। ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের শ্যামাপ্রসাদ কলোনীতে। প্রত্যক্ষদর্শীদের দাবি, হ ঠাত্ইি সহদেবকে লক্ষ্য করে গুলি চালায় পিন্টু দাস নামে স্থানীয় এক দুষ্কৃতী। বুকে গুলি লাগে তাঁর। স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়।
![ক্যানিংয়ে গুলি করে খুন করা হল এক ব্যবসায়ীকে ক্যানিংয়ে গুলি করে খুন করা হল এক ব্যবসায়ীকে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/04/01/82114-khoon1-4-17.jpg)
ওয়েব ডেস্ক: ক্যানিংয়ে গুলি করে খুন করা হল এক ব্যবসায়ীকে। নিহতের ব্যক্তির নাম সহদেব মণ্ডল। ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের শ্যামাপ্রসাদ কলোনীতে। প্রত্যক্ষদর্শীদের দাবি, হ ঠাত্ইি সহদেবকে লক্ষ্য করে গুলি চালায় পিন্টু দাস নামে স্থানীয় এক দুষ্কৃতী। বুকে গুলি লাগে তাঁর। স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়।
আরও পড়ুন "মিরিকের মত ফালাকাটাকেও মহকুমা ঘোষণা করা হোক", মুখ্যমন্ত্রীর কাছে এখন এটাই দাবি
তবে সেখানে যাওয়ার পর ডাক্তাররা সহদেবকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। কী কারণে এই খুন তা এখনও স্পষ্ট নয়। পুলিসের প্রাথমিক অনুমান, পুরনো ব্যবসায়িক বিবাদের জেরেই সম্ভবত এই হত্যাকাণ্ড।
আরও পড়ুন নাবালিকাকে তিন দিন ধরে ক্লাবে আটকে রেখে গণধর্ষণের পর খুন