তাপস পালের সভায় স্কুল পোশাকে উপস্থিত পড়ুয়ারা, পাল্টা বিধিভঙ্গের অভিযোগ আনল কংগ্রেস

কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের কর্মীসভায় স্কুল পোশাকে পড়ুয়ারা থাকায় তাপস পালের বিরুদ্ধে পাল্টা বিধিভঙ্গের অভিযোগ আনল নদিয়া জেলা কংগ্রেস। গত পঁচিশ মার্চ নদিয়ার করিমপুর দু নম্বর ব্লকের নাজিরপুরে কর্মিসভা করেন তৃণমূল প্রার্থী তাপস পাল। সভার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সারিতে স্কুলের পোশাকেই হাজির ছিল পড়ুয়ারা।

Updated By: Mar 29, 2014, 08:40 PM IST

কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের কর্মীসভায় স্কুল পোশাকে পড়ুয়ারা থাকায় তাপস পালের বিরুদ্ধে পাল্টা বিধিভঙ্গের অভিযোগ আনল নদিয়া জেলা কংগ্রেস। গত পঁচিশ মার্চ নদিয়ার করিমপুর দু নম্বর ব্লকের নাজিরপুরে কর্মিসভা করেন তৃণমূল প্রার্থী তাপস পাল। সভার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সারিতে স্কুলের পোশাকেই হাজির ছিল পড়ুয়ারা।

পঁচিশে মার্চ উত্তরবঙ্গে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সভায় স্কুলের পোশাক পরা ছাত্রছাত্রীরা উপস্থিত থাকায় কমিশনে রাহুল গান্ধীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ জানান মুকুল রায়। এরপরেই পাল্টা অভিযোগ দায়ের কংগ্রেসের। দুটি অভিযোগই খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে।

.