রাজ্যের ১৭টি পুরসভার ভোট নিয়ে তৈরি হল বিতর্ক

রাজ্যের সতেরটি পুরসভার ভোট নিয়ে তৈরি হল বিতর্ক। নির্দিষ্ট সময়ে পুরভোট করতে হলে তেইশে মের মধ্যে ভোটের বিজ্ঞপ্তি জারি করতে হবে। কিন্তু বিজ্ঞপ্তি জারির এখনও কোনও ততপরতা দেখায়নি রাজ্য। পুরদফতর সূত্রে খবর, রাজ্য চাইছে ভোট হোক পুজোর পর নভেম্বর মাসে। লোকসভা নির্বাচনের ফল অনুযায়ী সতেরটির মধ্যে সাতটি পুরসভায় আপাতত এগিয়ে বিজেপি। রাজনৈতিক মহল মনে করছে এই কারণেই ভোট পিছিয়ে দিতে চাইছে শাসকদল।

Updated By: May 20, 2014, 10:07 PM IST

রাজ্যের সতেরটি পুরসভার ভোট নিয়ে তৈরি হল বিতর্ক। নির্দিষ্ট সময়ে পুরভোট করতে হলে তেইশে মের মধ্যে ভোটের বিজ্ঞপ্তি জারি করতে হবে। কিন্তু বিজ্ঞপ্তি জারির এখনও কোনও ততপরতা দেখায়নি রাজ্য। পুরদফতর সূত্রে খবর, রাজ্য চাইছে ভোট হোক পুজোর পর নভেম্বর মাসে। লোকসভা নির্বাচনের ফল অনুযায়ী সতেরটির মধ্যে সাতটি পুরসভায় আপাতত এগিয়ে বিজেপি। রাজনৈতিক মহল মনে করছে এই কারণেই ভোট পিছিয়ে দিতে চাইছে শাসকদল।

বারাসত, উত্তর ও দক্ষিণ দমদম,রাজারহাট, আসানসোল-সহ সতেরটি পুরবোর্ডের মেয়াদ শেষ হচ্ছে আঠাশে জুন। নির্দিষ্ট সময়ে ভোট করতে চাইলে তেইশে মের মধ্যে ভোটের বিজ্ঞপ্তি জারি করতে হবে। কিন্তু বিজ্ঞপ্তি জারির কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ।

নির্দিষ্ট সময়ে ভোটের দাবিতে মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডের সঙ্গে দেখা করে বিজেপি প্রতিনিধি দল। বিজেপির অভিযোগ, নির্দিষ্ট সময়ে ভোট করতে টালবাহনা করছে রাজ্য সরকার । ওই পুরসভাগুলিতে প্রশাসক বসানোয় আপত্তি জানিয়েছে বিজেপি। নির্দিষ্ট সময়ে ভোট করতে সর্বদলীয় বৈঠকের দাবি জানিয়েছে তারা।

কমিশন এর মধ্যে রাজ্যকে তিন তিনটি চিঠি দিয়েছে। কিন্তু কমিশন জবাব পেয়েছে মাত্র একটি চিঠির। ওই চিঠিতে রাজ্য জানায়, লোকসভা ভোটের পর প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। পুরদফতর সূত্রে খবর, রাজ্য চাইছে ভোট হোক পুজোর পর নভেম্বর মাসে। ফলে ওই সতেরটি পুরসভায় প্রশাসক নিয়োগ ছাড়া কোনও পথ খোলা থাকছে না।

.