ব্যাঙ্কের ভল্ট ভেঙে ২৩ লক্ষ টাকা নিয়ে চম্পট

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ভল্ট ভেঙে প্রায় ২৩ লক্ষ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। পুরুলিয়া শহরের বিবেকানন্দ নগরের ঘটনা। গতকাল রাতে ব্যাঙ্কের জানলা ভেঙে ভেতরে ঢুকে অবাধে লুঠপাট চালায় দুষ্কৃতীরা। সকালে বিষয়টি জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। অন্যদিকে ব্যবসায়ীর মাথায় রিভলভার ঠেকিয়ে লুঠ হয়ে গেল লক্ষাধিক টাকা।

Updated By: Mar 29, 2015, 03:06 PM IST

ওয়েব ডেস্ক: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ভল্ট ভেঙে প্রায় ২৩ লক্ষ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। পুরুলিয়া শহরের বিবেকানন্দ নগরের ঘটনা। গতকাল রাতে ব্যাঙ্কের জানলা ভেঙে ভেতরে ঢুকে অবাধে লুঠপাট চালায় দুষ্কৃতীরা। সকালে বিষয়টি জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। অন্যদিকে ব্যবসায়ীর মাথায় রিভলভার ঠেকিয়ে লুঠ হয়ে গেল লক্ষাধিক টাকা।

ছিনতাই ব্যবসায়ীর মোটরবাইকও। খাস পুরুলিয়া শহরের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সকালে বাড়ি থেকে বেরোন ব্যবসায়ী সত্যনারায়ণ দাঁ। সঙ্গে ছিল ১ লক্ষ ৭০ হাজার টাকা। শান্তময়ী স্কুলের কাছে দুই দুষ্কৃতী রাস্তা আটকে টাকা ও মোটরবাইকটি নিয়ে চম্পট দেয়। ব্যবসায়ীকে মারধরেরও অভিযোগ উঠেছে। খাস পুরুলিয়া শহরে বারবার এমন ঘটনায় পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন আতঙ্কিত শহরবাসী।

.