চলছে পুণ্যস্নান
কনকনে ঠান্ডা উপেক্ষা করে গঙ্গাসাগরে মকরের স্নান করলেন অসংখ্য পূণ্যার্থী। রবিবারও চলবে স্নান। উত্সবের মেজাজে সাগরতীর্থ। ব্যবস্থা রয়েছে কড়া নিরাপত্তার। স্পিডবোটেও চলছে নজরদারি।
কনকনে ঠান্ডা উপেক্ষা করে গঙ্গাসাগরে মকরের স্নান করলেন অসংখ্য পূণ্যার্থী। রবিবারও চলবে স্নান। উত্সবের মেজাজে সাগরতীর্থ। ব্যবস্থা রয়েছে কড়া নিরাপত্তার। স্পিডবোটেও চলছে নজরদারি।
শুক্রবার রাত বারোটা বাজতেই সাগরে শুরু হয় পুণ্যস্নান। আর যত রাত বেড়েছে, ততই সাগরতটে বেড়েছে মানুষের সংখ্যা। পূণ্যস্নান সেরে সকলেই গিয়েছন কপিলমুনির আশ্রমে। পুজো দিয়ে পূণ্য সঞ্চয়ের আশায়। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। উপস্থিত রয়েছেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, শ্যামল মণ্ডল।