ভোটের রেজাল্টের পর লকেট সম্পর্কে যা বললেন কেষ্ট
"আমি কোনও মাছি মারিনি, কোনও মানুষ মারিনি। আমার সমস্ত তৃণমূল কর্মীদের কাছে একটাই অনুরোধ, কোনও বাজি যেন না ফোটে, যেখানে আমরা হেরেছি সেখানে মানুষের কাছে পৌঁছে যেতে হবে, তাঁদের সব পরিষেবা দিতে হবে", জয়ের পর প্রথম প্রতিক্রিয়া বিধানসভা ভোটের 'রাজনীতিক হিরো' অনুব্রত মণ্ডলের।
ওয়েব ডেস্ক: "আমি কোনও মাছি মারিনি, কোনও মানুষ মারিনি। আমার সমস্ত তৃণমূল কর্মীদের কাছে একটাই অনুরোধ, কোনও বাজি যেন না ফোটে, যেখানে আমরা হেরেছি সেখানে মানুষের কাছে পৌঁছে যেতে হবে, তাঁদের সব পরিষেবা দিতে হবে", জয়ের পর প্রথম প্রতিক্রিয়া বিধানসভা ভোটের 'রাজনীতিক হিরো' অনুব্রত মণ্ডলের।
লকেট সম্পর্কে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি কেষ্টর বক্তব্য, "লকেট একজন দলছুট মহিলা। উনি নাও মানতে পারেন। ওকে ময়ূরেশ্বরে তিন নম্বর স্থান দিয়েছি"। তিনি আরও বলেন, বীরভূমে বিজেপি টিজেপি নাই। ভোটের সাফল্যের পর (১১টি বিধানসভা কেন্দ্রের ৯টি আসন তৃণমূলের দখলে) কেষ্টর প্রতিশ্রুতি, "বীরভূমে কোনও অশান্তি হবে না"।