রাজ্যে অবাধ নির্বাচনের পরিবেশ চাই: বিমান বসু
পুরভোটের প্রচারের শেষ দিনে বিমান বসুর নেতৃত্বে পদযাত্রা করল বামফ্রন্ট। শুক্রবার হলদিয়ার তালপুকুর থেকে বামফ্রন্টের মিছিল শুরু হয় বেলা সাড়ে এগোরাটা নাগাদ। পুর এলাকার বিভিন্ন ওয়ার্ড পরিক্রমা করে মিছিল শেষ হয় সুপার মার্কেটে।
পুরভোটের প্রচারের শেষ দিনে বিমান বসুর নেতৃত্বে পদযাত্রা করল বামফ্রন্ট। শুক্রবার হলদিয়ার তালপুকুর থেকে বামফ্রন্টের মিছিল শুরু হয় বেলা সাড়ে এগোরাটা নাগাদ। পুর এলাকার বিভিন্ন ওয়ার্ড পরিক্রমা করে মিছিল শেষ হয় সুপার মার্কেটে।
নেতা-নেত্রীরা ছাড়াও প্রচুর বাম কর্মী-সমর্থক প্রচার মিছিলে অংশ নেন। পূর্ব মেদিনীপুর জেলা বামফ্রন্টের কর্মীরাও পা মেলান মিছিলে। এদিন মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন বিমান বসু। হলদিয়ায় গত বেশ কয়েকদিন ধরে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে হুমকি, প্রচারে বাধা দেওয়া এবং অশান্তির অভিযোগ করেছেন বাম নেতৃত্ব। একই অভিযোগ উঠেছে পাঁশকুড়া পুরসভা নির্বাচনকে কেন্দ্র করেও। এর জের টেনেই এদিন বিমান বসু বলেন, নতুন সরকারের সবেমাত্র একবছর পূর্ণ হয়েছে। এর মধ্যেই বিভিন্ন জায়গায় নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে চলেছে তাঁরা। গণতন্ত্র আক্রান্ত হচ্ছে। শান্তি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে সরকারের বিরুদ্ধে। হলদিয়াতে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে তত্পর হওয়া প্রয়োজন। বিমানবাবুর বক্তব্য, পুরনির্বাচন কতটা শান্তিপূর্ণ হবে তা পুরোটাই নির্ভর করছে মানুষ কতটা অবাধে নির্বাচনে অংশ নিতে পারবে তার ওপর। হলদিয়ায় সভা-সমাবেশেও সামিল হয়েছেন বামফ্রন্টের প্রথম সারির নেতা নেত্রীরা।
হলদিয়ার পাশাপাশি এদিন পাঁশকুড়ায়ও পদযাত্রা করে বামফ্রন্ট। সেখানেও নেতৃত্বে ছিলেন ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। উপস্থিত ছিলেন সিপিআই রাজ্য সম্পাদক মঞ্জুকুমার মজুমদার সহ বহু প্রথম সারির বাম নেতৃত্ব।