তৃণমূলের যুব ব্রিগেট তৈরি করতে দুর্গাপুরে মমতার প্রশিক্ষণ শিবির
আজ থেকে দুর্গাপুরে শুরু হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ ও তৃণমূল যুব কংগ্রেসের প্রশিক্ষণ শিবির। একইসঙ্গে মহিলা ও শাখা সংগঠনগুলিরও প্রশিক্ষণ চলবে এখানে। প্রধান বক্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।লোকসভা নির্বাচনের আগে দলের কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করাই এই প্রশিক্ষণ শিবিরের প্রধান উদ্দেশ্য বলে মনে করছে রাজনৈতিক মহল।।
আজ থেকে দুর্গাপুরে শুরু হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ ও তৃণমূল যুব কংগ্রেসের প্রশিক্ষণ শিবির। একইসঙ্গে মহিলা ও শাখা সংগঠনগুলিরও প্রশিক্ষণ চলবে এখানে। প্রধান বক্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।লোকসভা নির্বাচনের আগে দলের কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করাই এই প্রশিক্ষণ শিবিরের প্রধান উদ্দেশ্য বলে মনে করছে রাজনৈতিক মহল।।
কয়েকদিন আগেই ব্রিগেডের সমাবেশ থেকে দিল্লি দখলের ডাক দিয়েছেন মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৪ লোকসভা নির্বাচনকে সামনে রেখে ফেডারেল ফ্রন্টকে হাতিয়ার করে দিল্লিতে নিয়ন্ত্রকের ভূমিকায় আসতে চায় তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২টি আসনকেই পাখির চোখ করেছে তৃণমূল নেতৃত্ব। নির্বাচন যুদ্ধের প্রস্তুতি হিসাবেই এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন।
LIVE BLOG:
১২টা ৩৪: রাজ্যের দেনা করে দিয়ে গিয়েগেছে সিপিআইএম। সারদার জন্ম বাম শাসনে। ফলে তৃণমূল সরকারের কোনও দায়বদ্ধতা নেই। বললেন তৃণমুল নেত্রী।
১২টা ৩৩: আমরা ক্ষমতায় আসার পর রাজ্যে রাজনৈতিক সন্ত্রাস বন্ধ হয়েছে।
১২টা ৩০: কংগ্রেস-সিপিআইএমের নাটকের বিরুদ্ধে তৃণমূলের জন্ম।
১২টা ২৬: মাথা নিচু করে জনগনের কাছে দায়বদ্ধতা রেখে কর্মীদের কাজ করার নির্দেশ তৃণমূল সুপ্রিমোর।
১২টা ২৫: 'সস্তায় রাজনীতি করা চলবে না'। আমি গরিবের কাজ করি এটা আমাদের অহপঙ্কার।
১২টা ২৪: 'নানা প্রতিকূলতার মধ্যে দল করেছি।'
১২টা ২২: রাজনৈতিক কর্মীদের কাজ গুন্ডামি করা নয়। সবাইকে সাহায্য করার মধ্যে দিয়ে কাজ করতে হবে। রাজনীতি মানে গায়ের জোর নয়।
১২টা ২১: নন্দীগ্রাম, সিঙ্গুরের লড়াই সফজ ছিল না।
১২টা ১৮: সিপিআইএমের শ্রমিক হত্যার সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী।
১২টা ১৬: সকলকে নিয়েই আমাদের কাজ করতে হবে। তৃণমূলের শুরু সময় সম্পর্কে যুব সমর্থদের জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।