অমিত মিত্রের বাজেটে মুখ্যমন্ত্রীর উল্টো সুর, একাধিক দফতর বরাদ্দ টাকার অধিকাংশ খরচেই ব্যর্থ

টাকার অভাবে উন্নয়নের কাজ থমকে যাচ্ছে বলে ইদানীং বারবারই সরব হচ্ছেন মুখ্যমন্ত্রী। কিন্তু বিধানসভায় বাজেটে অর্থমন্ত্রীর পেশ করা তথ্য তুলে ধরছে সম্পূর্ণ উল্টো ছবি। একাধিক দফতর বরাদ্দ টাকার বেশিরভাগটাই খরচ করতে পারেনি । শুক্রবার বিধানসভায় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী অমিত মিত্র। সেই নথি সাক্ষী,বরাদ্দের টাকা খরচে পিছিয়ে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ দফতর। প্রায় তিন হাজার কোটি টাকা খরচ করতে পারেনি শিক্ষা দফতর।  স্কুল শিক্ষাখাতে খরচের খতিয়ান সবচেয়ে করুণ।

Updated By: Mar 2, 2015, 11:18 PM IST
অমিত মিত্রের বাজেটে মুখ্যমন্ত্রীর উল্টো সুর, একাধিক দফতর বরাদ্দ টাকার অধিকাংশ খরচেই ব্যর্থ

ব্যুরো: টাকার অভাবে উন্নয়নের কাজ থমকে যাচ্ছে বলে ইদানীং বারবারই সরব হচ্ছেন মুখ্যমন্ত্রী। কিন্তু বিধানসভায় বাজেটে অর্থমন্ত্রীর পেশ করা তথ্য তুলে ধরছে সম্পূর্ণ উল্টো ছবি। একাধিক দফতর বরাদ্দ টাকার বেশিরভাগটাই খরচ করতে পারেনি । শুক্রবার বিধানসভায় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী অমিত মিত্র। সেই নথি সাক্ষী,বরাদ্দের টাকা খরচে পিছিয়ে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ দফতর। প্রায় তিন হাজার কোটি টাকা খরচ করতে পারেনি শিক্ষা দফতর।  স্কুল শিক্ষাখাতে খরচের খতিয়ান সবচেয়ে করুণ।

খরচের দায়  কার?

শিক্ষাখাতে বরাদ্দ ছিল ৮৪০৪ কোটি । খরচ হয়েছে মাত্র ৫৫৩৯ কোটি টাকা।

স্কুল শিক্ষা খাতে বরাদ্দ  ছিল ৬৮৮৪কোটি। খরচ হয়েছে মাত্র ৪০৫৭ কোটি টাকা।

শিক্ষা দফতরের এই পরিস্থিতির জন্য শিক্ষামন্ত্রীকেই বিঁধেছেন বিরোধীরা।

পূর্ত দফতরের রাস্তাঘাটের হাল খারাপ।সেচ দফতরের কাজ নিয়েও অভিযোগ উঠেছে বিস্তর। অথচ ওই দুটি দফতরই বরাদ্দ খরচ করতে পারেনি। এমনকী  বিভিন্ন এলাকায় পানীয় জল পৌছে দেওয়ার দায়িত্বে থাকা জনস্বাস্থ্য কারিগরি দফতরেও একই ছবি। পুরসভাগুলির উন্নয়নের টাকাও ঠিকমতো খরচ হয়নি।

খরচের দায়  কার?

পূর্ত দফতরের আওতায় রাস্তা খাতে বরাদ্দ ছিল ১৩০০কোটি। খরচ হয়েছে মাত্র ১১৫০ কোটি টাকা।

সেচ দফতরে বরাদ্দ ছিল ১৮৭২ কোটি টাকা। এর মধ্যে ৫৮২ কোটি টাকাই খরচ হয়নি।

জনস্বাস্থ্য কারিগরি  দফতরের বাজেট বরাদ্দ ছিল ১৩৩৬ কোটি টাকা। ১০৭৭ কোটির বেশি খরচ করা যায়নি।

পুর দফতরের আওতায় পুরসভাগুলির উন্নয়নে বরাদ্দ ছিল ২২৫১ কোটি।  খরচ হয়নি প্রায় ৮০০ কোটি  টাকা।

উন্নয়নের বার্তা নিয়ে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে বারবার ছুটে গেছেন মুখ্যমন্ত্রী। পর্যটনের বিকাশ এবং সুন্দরবনের উন্নয়ন নিয়েও সরকারের অগ্রাধিকারের কথা উঠেছে বারবার। কিন্তু বাস্তব ছবি অন্য কথা বলছে।

খরচের দায়  কার?

উত্তরবঙ্গ উন্নয়নে বরাদ্দ ছিল ৩৭৫ কোটি। খরচ হয়েছে ৩৩৫ কোটি টাকা

জঙ্গলমহলসহ পশ্চিমাঞ্চলের উন্নয়নে বরাদ্দ ছিল ২৭২ কোটি। ২০৪ কোটি টাকার বেশি খরচ হয়নি

সুন্দরবন উন্নয়নে ৩০০ কোটি বরাদ্দের  মধ্যে খরচ হয়েছে মাত্র ২০৭ কোটি টাকা

পর্যটনে  ২২৩ কোটি  টাকা বরাদ্দ হলেও ১৬৮ কোটির বেশি খরচ করা যায়নি।

বাজেটের এই তথ্যই হাতিয়ার,  উন্নয়নের ধুয়ো তুলে সরব রাজ্য সরকার কার্যত কাঠগড়ায়।

 

.