উচ্চমাধ্যমিক পরীক্ষাকে বুড়ো আঙুল দেখিয়ে তারস্বরে বাজল মাইক
সোমবার থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। কিন্তু তাতে কী? পরীক্ষার্থীদের অসুবিধাকে বুড়ো আঙুল দেখিয়েই তারস্বরে বাজল মাইক। বাগানবাড়িতে বসল জলসার আসর। মত্ত যুবকদের উল্লাস। সঙ্গে কান ফাটানো আওয়াজে গান বাজনা। প্রতিবাদে পথ অবরোধ করে পরীক্ষার্থীরা। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং রোডে গতকাল রাতে এই অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ, মাতলা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের মদতই এই অতিরিক্ত মাত্রার সাহস বাড়িয়েছে স্থানীয় যুবকদের। পরে পুলিস ঘটনাস্থলে পৌছলে পুলিসের সঙ্গেও বচসা বেঁধে যায় ক্ষুব্ধ বাসিন্দাদের। কিন্তু এই ঘটনার কোনও সুরাহা পায়নি পরীক্ষার্থীরা।
ওয়েব ডেস্ক: সোমবার থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। কিন্তু তাতে কী? পরীক্ষার্থীদের অসুবিধাকে বুড়ো আঙুল দেখিয়েই তারস্বরে বাজল মাইক। বাগানবাড়িতে বসল জলসার আসর। মত্ত যুবকদের উল্লাস। সঙ্গে কান ফাটানো আওয়াজে গান বাজনা। প্রতিবাদে পথ অবরোধ করে পরীক্ষার্থীরা। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং রোডে গতকাল রাতে এই অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ, মাতলা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের মদতই এই অতিরিক্ত মাত্রার সাহস বাড়িয়েছে স্থানীয় যুবকদের। পরে পুলিস ঘটনাস্থলে পৌছলে পুলিসের সঙ্গেও বচসা বেঁধে যায় ক্ষুব্ধ বাসিন্দাদের। কিন্তু এই ঘটনার কোনও সুরাহা পায়নি পরীক্ষার্থীরা।