ফসলের অধিকারের দাবিতে জুটল পুলিশের গুলি
পশ্চিমবঙ্গের মতো ফলসের অধিকার দাবি করেছিলেন ভাগচাষিরা। বিনিময়ে মিলেছে পুলিসের গুলি। গুলিতে আহত হয়েছেন চারজন ভাগচাষি। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বীরভূম সীমান্ত লাগোয়া ঝাড়খণ্ডের রাণিশ্বর গ্রামে। আহত ৪ কৃষক সিউড়ির হাসপাতালে চিকিত্সাধীন।
পশ্চিমবঙ্গের মতো ফলসের অধিকার দাবি করেছিলেন ভাগচাষিরা। বিনিময়ে মিলেছে পুলিসের গুলি। গুলিতে আহত হয়েছেন চারজন ভাগচাষি। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বীরভূম সীমান্ত লাগোয়া ঝাড়খণ্ডের রাণিশ্বর গ্রামে। আহত ৪ কৃষক সিউড়ির হাসপাতালে চিকিত্সাধীন। বীরভূমের সীমানা লাগোয়া ঝাড়খণ্ডের রানিশ্বর গ্রামের ২৫ বিঘে জমিকে কেন্দ্র করেই বিরোধ।
জমির ফসলের অধিকার নিয়ে দীর্ঘদিন ধরেই জমির মালিক দুর্গ সোরেন ও ভাগচাষিদের বিরোধ চলছে। সালিশি সভা ডেকেও সুরাহা হয়নি। পশ্চিমবঙ্গের মতো ফলসের অধিকারের দাবিতে অনড় ছিলেন ভাগচাষিরা। এদিন বর্গাদারের অধিকারের দাবিতে ভাগচাষিদের বিক্ষোভ কর্মসূচি ছিল। কর্মসূচিতে যোগ দিয়েছিলেন ১০২টি গ্রামের ভাগচাষি।
সেই বিক্ষোভেই পুলিস গুলি চালায় বলে অভিযোগ ভাগচাষিদের। গুলিবিদ্ধ মঙ্গলা হাঁসদা, সুনীল হাঁসদা, শিবানি মুর্মু, মন্ত্রী কিসকুকে সিউড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আদিবাসীদের পাল্টা ইটের ঘায়ে আহত হয়েছেন ৭ পুলিসকর্মী।