রামকৃষ্ণ মেলাতে সবচেয়ে নজর কাড়ল জিলিপি

রামকৃষ্ণ মেলা। তাকে ঘিরে পুরো অন্য সাজে সেজে ওঠে বেলুড় মঠ। বছরে মাত্র একটা দিন! সেই মেলার টানে ফি বছর ছুটে যান অসংখ্য রামকৃষ্ণ অনুরাগী। কারণ এমন দিনে বেলুড় মঠ বেড়ানোর মজাই আলাদা। কোনও মেলা মাঠ নয়। এ হল বেলুড় মঠ। যাঁরা না জেনে গিয়েছিলেন, তাঁরাও সব দেখে অবাক! ঠাকুরের জন্মোত্‍সব উপলক্ষ্যে বছরে একটা দিনই মেলা বসে বেলুড়মঠে। গত মঙ্গলবার ছিল ঠাকুরের ১৮২তম জন্মতিথি। বড় আকারে তার উদযাপন হল রোববার। ঘরগেরস্থালির টুকিটাকি জিনিস থেকে বড়ি, আচার, পাঁপড়। এমনকি সাজগোজের অলঙ্কার। মেলায় যা যা থাকে, রামকৃষ্ণ মেলাতেও তার সবই হাজির।

Updated By: Mar 5, 2017, 07:02 PM IST
রামকৃষ্ণ মেলাতে সবচেয়ে নজর কাড়ল জিলিপি

ওয়েব ডেস্ক: রামকৃষ্ণ মেলা। তাকে ঘিরে পুরো অন্য সাজে সেজে ওঠে বেলুড় মঠ। বছরে মাত্র একটা দিন! সেই মেলার টানে ফি বছর ছুটে যান অসংখ্য রামকৃষ্ণ অনুরাগী। কারণ এমন দিনে বেলুড় মঠ বেড়ানোর মজাই আলাদা। কোনও মেলা মাঠ নয়। এ হল বেলুড় মঠ। যাঁরা না জেনে গিয়েছিলেন, তাঁরাও সব দেখে অবাক! ঠাকুরের জন্মোত্‍সব উপলক্ষ্যে বছরে একটা দিনই মেলা বসে বেলুড়মঠে। গত মঙ্গলবার ছিল ঠাকুরের ১৮২তম জন্মতিথি। বড় আকারে তার উদযাপন হল রোববার। ঘরগেরস্থালির টুকিটাকি জিনিস থেকে বড়ি, আচার, পাঁপড়। এমনকি সাজগোজের অলঙ্কার। মেলায় যা যা থাকে, রামকৃষ্ণ মেলাতেও তার সবই হাজির।

আরও পড়ুন বেলুড়মঠের স্মার্ট কিচেন থেকে ২৪ ঘণ্টার এক্সক্লুসিভ রিপোর্ট

মেলায় সবচেয়ে নজর কাড়ল জিলিপি। সেই জিলিপি যা ছিল ঠাকুরের অত্যন্ত প্রিয়।শ্রীরামকৃষ্ণ রসিকতা করে বলতেন, "জিলিপি হল লাটসাহেবের গাড়ির চাকা। লাট সাহেবের গাড়ি রাস্তা দিয়ে গেলে অন্য সব গাড়ি জায়গা ছেড়ে দেয়। তেমনই সব খাওয়ার পরেও পেটে জিলিপির জন্য জায়গা খালি থাকে।''ঠাকুরের প্রিয় জিলিপি তাঁর নামাঙ্কিত মেলায় তারিয়ে তারিয়ে উপভোগ করলেন অনুরাগীরা। সব মিলিয়ে পুরো আলাদা মেজাজে মোড়া একটা দিন। চিরপরিচিত ভাবগম্ভীর শান্ত পরিবেশ উধাও। বছরে একটা দিনের জন্য বেলুড় মঠ হয়ে ওঠে মেলা মাঠ।

আরও পড়ুন  আজ ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের জন্ম মহোত্‍সবে অন্যতম আকর্ষণ বেলুড় মঠ

.