বন্ধ-এ স্তব্ধ ডুয়ার্স, পর্যটন মরশুমে অশান্তির আশঙ্কা
তরাই-ডুয়ার্সের মৌজাগুলিকে জিটিএতে অন্তর্ভুক্ত করা নিয়ে জটিলতার মাঝেই মঙ্গলবার শিলিগুড়ি ও জলপাইগুড়িতে বন্ধ-এর ডাক দেয় জয়েন্ট অ্যাকশন কমিটি। তরাই-ডুয়ার্সের ১৬টি গণসংগঠনকে নিয়ে তৈরি এই যৌথ মঞ্চ শুরু থেকেই জিটিএতে অন্তর্ভুক্তির বিরোধিতা করে আসছে।
তরাই-ডুয়ার্সের মৌজাগুলিকে জিটিএতে অন্তর্ভুক্ত করা নিয়ে জটিলতার মাঝেই মঙ্গলবার শিলিগুড়ি ও জলপাইগুড়িতে বন্ধ-এর ডাক দেয় জয়েন্ট অ্যাকশন কমিটি। তরাই-ডুয়ার্সের ১৬টি গণসংগঠনকে নিয়ে তৈরি এই যৌথ মঞ্চ শুরু থেকেই জিটিএতে অন্তর্ভুক্তির বিরোধিতা করে আসছে। এলাকা নির্ধারণের জন্য রাজ্য সরকার মনোনীত শ্যামল সেন কমিটি ভেঙে দেওয়ারও দাবি জানিয়েছে তাঁরা।
বন্ধ-এর জেরে মঙ্গলবার উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র শিলিগুড়ি শহরে দোকানপাট বন্ধ ছিল। চলেনি যানবাহনও। এদিন সকালে শিলিগুড়িতে পিকেটিং করতে গেলে ১১ জনকে গ্রেফতার করে পুলিস। জলপাইগুড়ির অধিকাংশ চা বাগানেও ব্যাপক প্রভাব পড়েছে বন্ধ-এর। পাতা তোলার কাজ বন্ধ থাকলেও এদিন শ্রমিকদের মজুরি দেওয়ার দিন হওয়ায় চা বাগানের অফিসগুলি খোলা রাখা হয়। আলিপুরদুয়ারের বিভিন্ন জায়গায় সকালে মিছিলও বার করেন বন্ধ সমর্থকরা। ডুয়ার্সগামী একটি ট্রেনও আটকে দেওয়া হয়।
এর আগে প্রথমে ৪৮ ঘণ্টা বন্ধের ডাক দিয়েছিল জয়েন্ট অ্যাকশন কমিটি। রবিবার শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেবের সঙ্গে বৈঠকের পর বন্ধ-এর সময়সীমা ৪৮ থেকে কমিয়ে ২৪ ঘণ্টা করা হয়। জিটিএ`র আওতায় তরাই-ডুয়ার্সের বিভিন্ন এলাকাকে অন্তর্ভুক্ত করার দাবিতে ১৮ ও ১৯ এপ্রিল পাল্টা বন্ধ-এর ডাক দিয়েছে গোর্খা জনমুক্তি মোর্চার নেতৃত্বে গঠিত যৌথ মঞ্চ। সব মিলিয়ে, পর্যটনের মরসুমে দার্জিলিং ও তরাই-ডুয়ার্স এলাকায় ফের অশান্তির আশঙ্কা দেখা দিয়েছে।