স্বামী প্রমেয়ানন্দর ভাণ্ডারা
রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ অধ্যক্ষ প্রয়াত স্বামী প্রমেয়ানন্দজীর সাধু ভাণ্ডারা উপলক্ষে বেলুড় মঠে দর্শনার্থিদের ভিড় ছিল চোখে পড়ার মত। সাধুদের মৃত্যুর পর সাধু ভাণ্ডারা হয়ে থাকে। গত কুড়ি অক্টোবর রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ সভাপতি স্বামী প্রমেয়ানন্দজীর মৃত্যু হয়েছিল।
বেলুড় মঠ সুত্রে জানা গেছে, সন্ন্যাসীদের ক্ষেত্রে শ্রাদ্ধানুষ্ঠানের প্রথা নেই। তাঁরামকৃষ্ণ মঠ ও মিশনের সহ অধ্যক্ষ প্রয়াত স্বামী প্রমেয়ানন্দজীর সাধু ভাণ্ডারা উপলক্ষে বেলুড় মঠে দর্শনার্থিদের ভিড় ছিল চোখে পড়ার মত। সাধুদের মৃত্যুর পর সাধু ভাণ্ডারা হয়ে থাকে। গত কুড়ি অক্টোবর রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ সভাপতি স্বামী প্রমেয়ানন্দজীর মৃত্যু হয়েছিল। মৃত্যুর তেরোদিনের মাথায় হল ভাণ্ডারা। ভাণ্ডারা থেকে উপস্থিত ভক্ত ও দর্শনার্থিদের প্রসাদ বিতরণ করা হয়েছে। এই উপলক্ষে বেলড় মঠের মুল মন্দিরে রামকৃষ্ণদেবের পুজো হয়েছে। মন্দিরের পাশের মাঠে এই উপলক্ষে ভজন, কীর্তন ও আলোচনার আয়োজন ছিল। বিকেলে স্বামী প্রমেয়ানন্দের স্মরণসভায় বক্তব্য রাখেন মঠ ও মিশনের প্রবীণ সন্ন্যাসীরা।