শিক্ষককে ছাত্রের চড়ের ঘটনার ২৪ ঘণ্টা না কাটতেই ফের স্কুলে নিগৃহীত শিক্ষক
ফের স্কুলের মধ্যেই শিক্ষককে মারধর। মুর্শিদাবাদে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে প্রহৃত হলেন প্রধান শিক্ষক। কুলির কেবিএস স্কুলে বিভিন্ন কারণে ছাত্রদের বিক্ষোভ চলছিল। সেই বিক্ষোভে যোগ দেয় তৃণমূলের একাংশ। প্রধান শিক্ষক তৃণমূলের অন্য গোষ্ঠীর সমর্থক হওয়ায় তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ।
২২.০৭.২০১৫
মুখ্যমন্ত্রীর এই পরামর্শের পর আসানসোলের রেলপাড় এলাকার একটি স্কুলে মারধর করা হয় এক পার্শ্বশিক্ষককে। কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস
২৩.০৭.২০১৫
চব্বিশ ঘণ্টা পার হতে না হতে ফের শিক্ষক নিগ্রহ। এবার
মুর্শিদাবাদের বড়ঞার কেবিএস স্কুলে ঢুকে মারধর করা হল প্রধান শিক্ষককে । কাঠগড়ায় সেই তৃণমূল কংগ্রেস।
একাধিক অভিযোগ-দাবি নিয়ে বৃহস্পতিবার স্কুলে বিক্ষোভ দেখাচ্ছিল ছাত্রছাত্রীরা। অভিযোগ সেই বিক্ষোভে সামিল হয় তৃণমূলের একাংশ। বাধা দিতে গিয়ে আক্রান্ত হন প্রধান শিক্ষক। স্কুলে চলে ভাঙচুর। প্রধান শিক্ষকের দাবি, তিনি নিজেও তৃণমূল কর্মী। তিনি তৃণমূল নেতা আফাজের ঘনিষ্ঠ। সে কারণেই তাঁর ওপর হামলা চালিয়েছে তৃণমূল নেতা গোলাম মুরশেদ ওরফে জজ গোষ্ঠীর লোকজন। এলাকা এবং স্কুলের দখল নিয়ে দীর্ঘদিন ধরেই এই দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ। বৃহস্পতিবার তা চরম আকার নিল। যদিও তা মানতে নারাজ তৃণমূলের জেলা নেতৃত্ব থেকে শিক্ষামন্ত্রী।
অর্থাত্ একের পর এক ঘটনা থেকেই পরিষ্কার, কাজে আসেনি মুখ্যমন্ত্রীর পরামর্শ।