গৃহকর্তার ঘুমের সুযোগ নিয়ে তাঁর সর্বস্ব লুঠপাট!

চোরের উত্পাত বেড়েই চলেছে শহর কিংবা শহরতলির একাংশে। এবার গৃহকর্তার ঘুমের সুযোগ নিয়ে তাঁর সর্বস্ব লুঠপাট চলল দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে। রাতে বৈকুন্ঠপুরে এক শিক্ষকের বাড়িতে বেপরোয়া চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা গেছে, ঘুমন্ত অবস্থায় দোতলার ঘরের জানলা দিয়ে স্প্রে করে শিক্ষকের বাড়ি থেকে সর্বস্ব লুঠপাট করা হয়।

Updated By: Jul 19, 2016, 12:27 PM IST
 গৃহকর্তার ঘুমের সুযোগ নিয়ে তাঁর সর্বস্ব লুঠপাট!

ওয়েব ডেস্ক: চোরের উত্পাত বেড়েই চলেছে শহর কিংবা শহরতলির একাংশে। এবার গৃহকর্তার ঘুমের সুযোগ নিয়ে তাঁর সর্বস্ব লুঠপাট চলল দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে। রাতে বৈকুন্ঠপুরে এক শিক্ষকের বাড়িতে বেপরোয়া চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা গেছে, ঘুমন্ত অবস্থায় দোতলার ঘরের জানলা দিয়ে স্প্রে করে শিক্ষকের বাড়ি থেকে সর্বস্ব লুঠপাট করা হয়।

আরও পড়ুন রাজ্যে আরও কড়া হচ্ছে বহুতল আবাসন নির্মাণ আইন

সোনার গয়না, নগদ টাকা,  মোবাইল,  কম্পিউটর সহ বহু দামি জিনিস লুঠের অভিযোগ। ছাদের দরজা ভেঙেই ঘরে ঢোকে দুষ্কৃতীরা। এমনই অনুমান পুলিসের। সেই অনুযায়ী তদন্তও শুরু করেছে পুলিস। তাঁদের দাবি, খুব শিঘ্রই চোরদের ধরতে পারবেন তাঁরা।

আরও পড়ুন  হাওড়ায় তৃণমূল নেতার বাড়িতে বোমা ছুড়ে চম্পট দিল দুষ্কৃতীরা

.