পঞ্চায়েত নির্বাচনে বিপুল সাফল্যের আশায় তৃণমূল

পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে এক বিপুল সাফল্য প্রত্যাশা করছে তৃণমূল শিবির। ২০১৪-এর লোকসভার আগে গুরুত্বপূর্ণ এই নির্বাচনকে ঘিরে গ্রাম শাসনের অধিকার কায়েম করতে প্রথম থেকেই তত্পর ছিল শাসক দল। অন্যদিকে, জিততে মরিয়া শাসক দলের বিরুদ্ধে পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে রিগিং, বুথ দখল, ছাপ্পা ভোটের অভিযোগ করেছে বিরোধী দলগুলি। তাদের মতে, ভোটের ফলাফলে তৃণমূলের বড়সড় সাফল্য এলেও, তা হবে অগৌরবের। খুন, সন্ত্রাস, বুথ দখলের ছায়া থাকবে স্পষ্ট।

Updated By: Jul 27, 2013, 08:00 PM IST

পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে এক বিপুল সাফল্য প্রত্যাশা করছে তৃণমূল শিবির। ২০১৪-এর লোকসভার আগে গুরুত্বপূর্ণ এই নির্বাচনকে ঘিরে গ্রাম শাসনের অধিকার কায়েম করতে প্রথম থেকেই তত্পর ছিল শাসক দল। অন্যদিকে, জিততে মরিয়া শাসক দলের বিরুদ্ধে পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে রিগিং, বুথ দখল, ছাপ্পা ভোটের অভিযোগ করেছে বিরোধী দলগুলি। তাদের মতে, ভোটের ফলাফলে তৃণমূলের বড়সড় সাফল্য এলেও, তা হবে অগৌরবের। খুন, সন্ত্রাস, বুথ দখলের ছায়া থাকবে স্পষ্ট।
২০১৪-এর লোকসভা নির্বাচনের আগে বাংলার গ্রাম দখলের লড়াইয়ে নিজেদের শক্তি প্রদর্শনে প্রথম থেকেই মরিয়া ছিল শাসক দল তৃণমূল কংগ্রেস। রাজ্যের বেশিরভাগ জেলা পরিষদ তাদেরই দখলে থাকবে বলে আত্মবিশ্বাসী শাসক দল। ঘনিষ্ঠমহলে প্রায় ১৪টি আসন পাওয়ার কথাও জানিয়েছেন মুকুল রায়।
পঞ্চায়েত ভোট হয়ে যাওয়ার পরে বড়সড় সাফল্যই প্রত্যাশা করছে শাসক দল।
তৃণমূল কংগ্রেসের মতে, রাজ্যে ১৭টি জেলাপরিষদের মধ্যে ১৩টি পেতে পারে তৃণমূল কংগ্রেস।
 
কংগ্রেসের ঝুলিতে যেতে পারে দুটি জেলাপরিষদ। একটি পেতে পারে বামফ্রন্ট।
ত্রিশঙ্কু থাকতে পারে একটি জেলাপরিষদ।
পঞ্চায়েত নির্বাচন চলাকালীন, সন্ত্রাস হিংসা বুথ দখল নিয়ে প্রথম থেকেই সরব ছিল রাজ্যের বিরোধী দলগুলি। পঞ্চায়েত ভোটে শাসক দলের বিপুল সাফল্যের দাবির মধ্যেও সেই সন্ত্রাসের ছায়াই দেখতে পাচ্ছে বিরোধী দলগুলি। শনিবার শাসক দলের সন্ত্রাসের প্রতিবাদে কলকাতায় মিছিল করে কংগ্রেস।
 
বামেদের দাবি, শাসক দলের অনিচ্ছা সত্ত্বেও পঞ্চায়েত নির্বাচন যে শেষপর্যন্ত সম্পন্ন হয়েছে তা তাঁদের প্রচেষ্টাতেই। একইসঙ্গে তাঁদের দাবি, সংখ্যার নিরিখে তৃণমূল এগিয়ে থাকলেও তা হবে অগৌরবেরই।

.