তৃণমূল-সিপিআইএম সংঘর্ষ
ধান কাটাকে কেন্দ্র করে তৃণমূল ও সিপিআইএম সমর্থকদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বর্ধমানের মন্তেশ্বরের তেঁতুলিয়া গ্রাম। সংঘর্ষের সময় দু পক্ষের মধ্যে ব্যাপক বোমাবাজি হয়। আগুন ধরিয়ে দেওয়া হয় প্রায় তিরিশটি বাড়িতে। ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের তিনটি ইঞ্জিন। পুরুষশূন্য গ্রামে তল্লাসি চালাচ্ছে পুলিস। এলাকায় র্যাফ নামানো হয়েছে।
ধান কাটাকে কেন্দ্র করে তৃণমূল ও সিপিআইএম সমর্থকদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বর্ধমানের মন্তেশ্বরের তেঁতুলিয়া গ্রাম। সংঘর্ষের সময় দু পক্ষের মধ্যে ব্যাপক বোমাবাজি হয়। আগুন ধরিয়ে দেওয়া হয় প্রায় তিরিশটি বাড়িতে। ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের তিনটি ইঞ্জিন। পুরুষশূন্য গ্রামে তল্লাসি চালাচ্ছে পুলিস। এলাকায় র্যাফ নামানো হয়েছে।
অন্যদিকে, দুষ্কৃতী হামলা থেকে অল্পের জন্য প্রাণে বাঁচলেন হুগলির তৃণমূল জেলা সম্পাদক কালু রহমান। আজ ভদ্রেশ্বরের নবগ্রামে ব্যবসার কাজে গিয়েছিলেন তিনি। ওই সময় কয়েকজন দুষ্কৃতী বাইকে চেপে এসে তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। দুষ্কৃতীদের গুলিতে গাড়ির কাচ ফুটো হয়ে যায়। তবে মাথা সরিয়ে নেওয়ায় গুলি লাগেনি কালু রহমানের। গুলি চালানোর পরপরই স্থানীয় বাসিন্দারা ধাওয়া করেন দুষ্কৃতীদের। সেই সময় বাইক ফেলে পালায় হামলাকারীরা। ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।