বল ভেবে বোমায় লাথি, মৃত ১
Updated By: Mar 25, 2015, 09:02 PM IST
![বল ভেবে বোমায় লাথি, মৃত ১ বল ভেবে বোমায় লাথি, মৃত ১](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/03/25/36266-bomblathi.jpg)
খেলার ছলেই মৃত্যু হল কিশোরের। বল ভেবে ভুল করে বোমায় লাথি মারে ওই কিশোর। আর তাতেই আচমকা বোমা ফেটে মৃত্যু হয় তার। গুরুতর জখম হয়েছে আরও এক কিশোর। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগণার বসিরহাটে।
বুধবার সকালে দুই বন্ধু বাড়ির পাশে রাস্তায় খেলতে গিয়েছিল। সেখানেই রাখা ছিল প্রাণঘাতী। বল ভেবে সেই বোমাতেই লাথি মারে এক কিশোর। বোমা ফেলে গুরুতর জখম হয় দুজনেই। গুরুতর আহত অবস্থায় দুই কিশোরকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই পরে মৃত্যু হয় একজনের।