SBI recruitment 2019: সুখবর! ৮ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ করবে SBI
কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের থেকে স্নাতক বা তার সমতুল্য কোনও ডিগ্রি থাকতে হবে প্রার্থীদের।
![SBI recruitment 2019: সুখবর! ৮ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ করবে SBI SBI recruitment 2019: সুখবর! ৮ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ করবে SBI](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/04/12/186388-sbi-1.jpg)
নিজস্ব প্রতিবেদন: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় একাধিক শূন্য পদে নিয়োগ। সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসবিআই। দেশ জুড়ে মোট ৮,৬৫৩টি শূন্যপদে নিয়োগ করবে SBI। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ভিন্নভাবে সক্ষম প্রার্থীদের জন্য ৪ শতাংশ আসন সংরক্ষিত।
চাকরি সংক্রান্ত বিস্তারিত: ৮,৬৫৩
পদ: জুনিয়র অ্যাসোসিয়েট
আরও পড়ুন: নিয়োগ করবে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, ট্রেনিং-এই স্টাইপেন্ড ৩৫০০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের থেকে স্নাতক বা তার সমতুল্য কোনও ডিগ্রি থাকতে হবে প্রার্থীদের। যাঁরা ইতিমধ্যেই SBI-এর কোনও পদে কাজ করছেন তাঁরা আবেদন করতে পারবেন না।
বয়সসীমা: আবেদনকারীর বয়স হতে হবে ২০ থেকে ২৮-এর মধ্যে। সংরক্ষিত আসনের প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সসীমায় ছাড় পাবেন।
বাছাই পদ্ধতি: প্রথমে অনলাইনে একটি পরীক্ষা হবে এরপর মূল পরীক্ষাটি হবে। এই পরীক্ষায় উত্তির্ণ প্রার্থীদের ভাষা পরীক্ষা দিতে হবে।
কীভাবে আবেদন করবেন:
ইচ্ছুক প্রার্থীরা এসবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করুন। ওয়েবসাইটটি হল sbi.co.in। অনলাইনেই আবেদন ফি জমা দিতে হবে।
জরুরি তারিখ: আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৩ মে।