Deepika Padukone: হুবহু দীপিকা পাডুকোন! কে এই মহিলা?
দীপিকার(Deepika Padukone) রূপে মুগ্ধ বলিউড থেকে হলিউড। ইন্টারনেটে হঠাৎই ভাইরাল হয়ে যায় এক মহিলার ছবি, যাঁকে দেখে দীপিকার থেকে আলাদা করতে পারা অসম্ভব, মুশকিলে নেটিজেনরা।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2021/09/26/347680-11878499833669146033677754637774777840092535n.jpg?itok=A_uADGD2)
![Deepika Padukone: হুবহু দীপিকা পাডুকোন! কে এই মহিলা? Deepika Padukone: হুবহু দীপিকা পাডুকোন! কে এই মহিলা?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/07/14/382287-deepika-lookalike.jpg)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এক্কেবারে হুবহু দেখতে দীপিকার মতো, কিন্তু তিনি দীপিকা নন, কে এই নারী? তা নিয়েই চাঞ্চল্য দেখা গিয়েছে নেটদুনিয়ায়। দীপিকার(Deepika Padukone) রূপে মুগ্ধ বলিউড থেকে হলিউড। ইন্টারনেটে হঠাৎই ভাইরাল হয়ে যায় এক মহিলার ছবি, যাঁকে দেখে দীপিকার থেকে আলাদা করতে পারা অসম্ভব, মুশকিলে নেটিজেনরা।
আসলে দীপিকার মতো দেখতে এই মহিলা হলেন ঋজুতা ঘোষ দেব। ইনস্টাগ্রামে প্রায়ই নিজের ছবি পোস্ট করেন এই প্রবাসী বাঙালি। মিউনিখের বাসিন্দা ঋজুতা পেশায় ভিডিয়ো কনটেন্ট ক্রিয়েটর। তাঁর ছবির কমেন্ট বক্সে কেউ তাঁকে লিখেছেন, 'তোমাকে পুরো দীপিকার মতো দেখতে।' কেউ আবার লিখেছেন, 'দীপিকা ২.০'। কেউ তাঁকে জিগেস করেছেন,'তুমি কি দীপিকার যমজ'?
আরও পড়ুন: Prosenjit Chatterjee Video: প্রসেনজিতের প্যাঁচ, 'আমি চুরি করিনি মা'!
একদিকে যেমন দীপিকার মতো দেখতে ঋজুতাকে নিয়ে তোলপাড় নেটপাড়া, সেখানে ইনস্টাগ্রামে আমেরিকায় ছুটি কাটানোর বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন জীপিকা নিজেই। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি।