না, না, এখনই মা হচ্ছেন না সানি লিওন
শাশুড়ি খুব করে চাইছেন, তাই ড্যানিয়েল ওয়েবারের স্ত্রী সানি লিওন মা হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন। এমন খবর প্রকাশিত হয় বিভিন্ন সংবাদমাধ্যমে। কিন্তু সানি লিওন এখন সেই খবর উড়িয়ে দিচ্ছেন। সানি বললেন, এমন খবরের সত্যতা নেই।
![না, না, এখনই মা হচ্ছেন না সানি লিওন না, না, এখনই মা হচ্ছেন না সানি লিওন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/12/23/46896-leo.jpg)
ওয়েব ডেস্ক: শাশুড়ি খুব করে চাইছেন, তাই ড্যানিয়েল ওয়েবারের স্ত্রী সানি লিওন মা হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন। এমন খবর প্রকাশিত হয় বিভিন্ন সংবাদমাধ্যমে। কিন্তু সানি লিওন এখন সেই খবর উড়িয়ে দিচ্ছেন। সানি বললেন, এমন খবরের সত্যতা নেই।
ক দিন পরেই নতুন বছরে রিলিজ হচ্ছে সানি লিওনের সেক্স কমেডি 'মস্তিজাদে'। সানি বলছেন, এখন তিনি কাজে এতটাই ব্যস্ত যে নিকট ভবিষ্যতে মা হওয়ার তাঁর কোনও সময়ই নেই। বলিউডের 'বেবি ডল' সঙ্গে যোগ করেছেন, '' বাকি সব মেয়েদের মতই আমি মা হতে চাই। কিন্তু এটা এখনই হচ্ছে না। খুব তাড়াতাড়ি মা হওয়ার কোনও সম্ভাবনাই নেই।''
এদিকে, সানি লিওনের হাতে এখন বলিউডে কাজ করার অনেক অফার আসছে। সব ঠিকঠাক থাকলে ২০১৬ সালে বলিউডে অন্তত চারটে সিনেমায় দেখা যাবে সানিকে।