Saif Ali Khan Stabbed | Salman Khan: বান্দ্রায় ফের লরেন্স বিষ্ণোই আতঙ্ক! সলমানের বন্ধু হওয়ার কারণেই সইফের উপর আক্রমণ? তদন্তে নয়া মোড়...

Bandra Crime: বাড়িতে ঢুকে এলোপাথারি কোপ। স্বাভাবিকভাবেই আতঙ্কে রয়েছেন সইফের সহকর্মীরা। উঠছে নিরাপত্তা নিয়েও বড় প্রশ্ন। সূত্রের খবর, পুলিস সইফের উপর হামলার সঙ্গে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সলমানকে দেওয়া হুমকির মধ্যে কোনও যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে। 

Updated By: Jan 16, 2025, 03:26 PM IST
Saif Ali Khan Stabbed | Salman Khan: বান্দ্রায় ফের লরেন্স বিষ্ণোই আতঙ্ক! সলমানের বন্ধু হওয়ার কারণেই সইফের উপর আক্রমণ? তদন্তে নয়া মোড়...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বান্দ্রায় নিজের বাড়িতেই দুষ্কৃতীর হামলায় গুরুতর আহত সইফ আলি খান। বুধবার রাত ৩টেয় বান্দ্রা ওয়েস্টে সইফের আটতলার ফ্ল্যাটে ঢুকে পড়ে এক ব্যক্তি।  আট থেকে এগারো, চারতলা জুড়ে থাকেন সইফ ও করিনা। সেখানেই সইফিনার ছোট ছেলে জেহর ঘরে ঢুকে আসে এক দুষ্কৃতী। প্রথমেই চোখে পড়ে জেহর ন্যানির। ওই দুষ্কৃতীকে দেখেই চেঁচিয়ে ওঠেন ওই মহিলা। আওয়াজ শুনেই ছুটে আসেন সইফ। বচসা থেকে শুরু হয় হাতাহাতি। এরই মাঝে সইফ আলি খানকে ধারাল অস্ত্র দিয়ে ৬ কোপ মারে ওই ব্যক্তি। তার মধ্যে বাঁ হাতে ও শিরদাঁড়ার পাশে দুটি গভীর ক্ষত হয়। রক্তে ভেসে যাচ্ছিলেন সইফ। রাত ৩.৩০ মিনিটে তাঁকে ভর্তি করা হয় মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে। আড়াই ঘণ্টা ধরে চলে অস্ত্রোপচার। প্রায় ২-৩ ইঞ্চি ক্ষত হয়েছে তাঁর। ক্ষত স্থানে আটকে ছিল অস্ত্র। নিউরো সার্জারির পর কসমেটিক সার্জারিও করা হয়। হাসপাতাল সূত্রে জানা যায় যে বর্তমানে স্থিতিশীল রয়েছেন অভিনেতা। 

আরও পড়ুন- Saif Ali Khan Attacked: ৩ দফা নিরাপত্তা পেরিয়ে ঘরে ঢুকে সইফকে এলোপাথাড়ি কোপ, তদন্তে চাঞ্চল্যকর তথ্য...

তদন্তে নেমেছে মুম্বই পুলিস। পুলিসের দাবি, বৃহস্পতিবার ভোর ৩টে নাগাদ চুরির চেষ্টা হয় সইফ আলি খানের বাসভবনে। হামলাকারী সন্দেহভাজনকে এখন খুঁজে বার করার চেষ্টা চালানো হচ্ছে। সাত জনের একটি টিম তৈরি করা হয়েছে তদন্তের জন্য। সকাল ১০টা নাগাদ ঘটনাটি খতিয়ে দেখার জন্য সইফ আলি খানের বাড়িতে হাজির হয়েছে মুম্বই পুলিস এবং ক্রাইম ব্রাঞ্চ। আসে ফরেন্সিক টিম। নিয়ে আসা হয় স্নিফার ডগও। ঘটনাস্থলে আসেন এনকাউন্টার স্পেশালিস্ট দয়া নায়েক। এরপরেই ৭ জনের টিমের সঙ্গে যোগ করা হয় ক্রাইম ব্রাঞ্চের আরও ৮ জন অফিয়ারকে। 

আপাতত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হামলাকারীকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। সেখানেই উঠে এল চাঞ্চল্যকর তথ্য। প্রশ্ন উঠছে তিন দফা নিরাপত্তা পেরিয়ে কীভাবে ওই ব্যক্তি উঠে গেলেন ৭ তলায়। তাহলে কী অ্যাপার্টমেন্টে সে পরিচিত মুখ? ইতোমধ্যেই সইফ আলি খানের অ্যাপার্টমেন্টের সিক্যুরিটি গার্ড সহ তাঁর একাধিক স্টাফকে জিজ্ঞাসাবাদ করছে পুলিস। যে সময়ে ঘটনাটি ঘটেছে, তার ২ ঘণ্টা আগে অবধি কোনও ব্যক্তির বিল্ডিংয়ের ভেতরে ঢোকার ছবি সিসিটিভিতে পাওয়া যায়নি। পুলিসের অনুমান ওই ব্যক্তি অ্যাপার্টমেন্টের ভেতরেই ছিল অথবা পাশের বিল্ডিং থেকে প্রবেশ করে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী জানা যায় যে ওই দুষ্কৃতী বিল্ডিং থেকে বেরিয়ে যায় ফায়ার একজিট দিয়ে। পুলিসের তরফে জানানো হয়েছে সইফ আলি খানের পাশাপাশি তাঁর এক মহিলা পরিচারিকাও আহত হয়েছেন এই ঘটনায়। 

আরও পড়ুন- Popular Actor's Death: দুঃসংবাদ! মাত্র ৩০ বছরেই প্রয়াত জনপ্রিয় অভিনেতা সুদীপ...

এই ঘটনায় প্রশ্ন উঠেছে নিরাপত্তা নিয়ে। স্বাভাবিকভাবেই আতঙ্কে রয়েছেন সইফের সহকর্মীরা। এখান থেকেই প্রশ্ন উঠেছে বান্দ্রায় ক্রাইমের বাড় বাড়ন্তি নিয়ে। কারণ সাম্প্রতিক সময়ে এই বান্দ্রাতেই সলমানের বাড়ির সামনে গুলি চলেছে। এখানেই প্রকাশ্য রাস্তায় মাত্র কয়েকমাস আগেই খুন হয়েছেন বাবা সিদ্দিকী। দুই ঘটনাতেই যোগ ছিল সলমানের খানের কৃষ্ণসার হত্যা মামলার। সইফের উপর আক্রমণের পর ঘুরে ফিরে আসছে সেই তথ্য। সূত্রের খবর বলিউড অভিনেতা সলমান খানের  কৃষ্ণসার হরিণ শিকার মামলার সম্ভাব্য সংযোগের তথ্য উড়িয়ে দিচ্ছে না মুম্বই পুলিস। লোকমতের প্রতিবেদন অনুসারে, পুলিস সইফের উপর হামলার সঙ্গে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সলমানকে দেওয়া হুমকির মধ্যে কোনও যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে। দীর্ঘদিন ধরে কৃষ্ণসার হরিণ শিকারের ঘটনায় জড়িত থাকার বিষয়ে ক্ষমা না চাওয়ার জন্য সলমানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে, তাঁকে মারার হুমকিও দিয়েছে। এমনকী সলমানের বন্ধুদেরও মারার হুমকি দিয়েছে। সলমানের ঘনিষ্ঠ সহযোগী বাবা সিদ্দিকীর হত্যারও দায় স্বীকার করেছিল বিষ্ণোই। যিনি ১২ অক্টোবর বান্দ্রায় তাঁর ছেলে, বিধায়ক জিশান সিদ্দিকের অফিসের কাছে তিনজন বন্দুকধারীর গুলিতে নিহত হন। পুলিস সবদিক তদন্ত করছে, এবং এই ঘটনাগুলোর সঙ্গে সইফ আলি খানের উপর সাম্প্রতিক হামলার মধ্যে কোনও সরাসরি যোগসূত্র আছে কিনা তা এখনও দেখা হচ্ছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.